
শ্যামনগরে পীর দাবি করা মিজানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল
- Feb 07 2025 11:55
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নিজেকে পীর দাবি করা মিজানুর রহমানকে গ্রেপ্তারসহ তার ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। ৭ ফেব্রুয়ারী (শুক্রবার) থানা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রেস ক্লাব চত্বরে পৌছে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা বাতিল প্রতিরোধ কমিটি ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত কর্মসুচিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসসল্লিরা অংশ নেয়।
সমাবেশে উপজেলা বাতিল কমিটির উপদেষ্টা মুহাদ্দিস মুজিবর রহমানের সভাপতিত্বে বক্তারা ধুমঘাট অন্তাখালীর মিজানুর রহমানকে ‘ভন্ড’ অ্যাখা দিয়ে দ্রত তার সাথে গ্রেপ্তারের দাবি জানান। মুফতি মাওসুফ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, মিজান একজন খোদাদ্রোহী, প্রতারক, বিদআতী।এলাকার সহজ সরল জনগোষ্ঠীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে ধোঁকায় ফেলে অর্থ সম্পদ লুটে নেয়া তার কাজ। নানা ধরনের আজগুবি বার্তা ছড়িয়ে সে সর্বসাধারণকে ধোঁকার মধ্যে ফেলছে। তার ইসলাম বিরোধী কর্মকান্ডের প্রতিবাদ করায় মিজান উপজেলা ওলামা পরিষদ ও বাতিল প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানীমুলক মামলা করার ধৃষ্ঠতা দেখিয়েছে। আগামী ছয়দিনের মধ্যে তাকে আইনের আওতায় না আনা হলে পরবর্তী জুমা শেষে মিজানের আস্তানা অভিমুখে পদযাত্রার ঘোষনা দেন নেতৃবৃন্দ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল খালেক, খেলাফত মজলিসের সভাপতি মুহাদ্দিস মোস্তফা কামাল, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বক্কার, ওলামা পরিষদের উপদেষ্টা মুফতি আব্দুল আলিম, বাতিল কমিটির সম্পাদক হাফেজ মোখলেছুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা মসজিদের ইমাম মাওলানা যুবায়ের হোসেন, মুফতি শহীদুল্লাহ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আজাদ হোসেন, মুফতি হাফিজুর রহমান, মুফতি মিজানুর রহমান, হাফেজ কামরুজ্জামান, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুজাহিদ প্রমুখ।
আরো সংবাদ
শ্যামনগরে মৎস্য ঘের দখলের পাঁয়তারা
- Feb 07 2025 11:55
শ্যামনগরে জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- Feb 07 2025 11:55
১৮দিন কিশোরীকে আটক রেখে ধর্ষণ, সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার
- Feb 07 2025 11:55
কালিগঞ্জের নলতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অফিস উদ্বোধন ও গণ ইফতার
- Feb 07 2025 11:55
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July