
বায়তুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ওমরাহ পালন: মানবসেবায় এক অনন্য দৃষ্টান্ত
- Apr 18 2025 05:58
আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম প্রতিনিধি: মানবসেবায় নিবেদিত একটি প্রশংসনীয় প্রতিষ্ঠান বায়তুন নূর ফাউন্ডেশন এবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্থিকভাবে অস্বচ্ছল, ধর্মপ্রাণ মুসলমানদের সম্পূর্ণ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছে এই ফাউন্ডেশন। সমাজকল্যাণ ও ধর্মীয় মূল্যবোধকে একসূত্রে গেঁথে বাস্তবায়ন করা এই উদ্যোগ দেশের বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জীবনে একবার হলেও পবিত্র কাবা শরীফ জিয়ারত ও ওমরাহ পালন প্রতিটি মুসলমানের আকাঙক্ষা। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেকের কাছেই এটি অধরাই থেকে যায়। সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করতেই বায়তুন নূর ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগ।
২০২৫ সালের ৩১শে মার্চ তৃতীয় বারের মত বিভিন্ন স্থান থেকে আগত বায়তুন-নূর মসজিদে ১০ দিনের ইতেকাফে অবস্থানরত ব্যাক্তিদের মধ্যে হতে লটারির মাধ্যমে মোঃ আজিজুল রহমান কে বাছাই করা হয়। বায়তুন নূর ফাউন্ডেশন কর্তৃক তাদের বিমান ভাড়া, ভিসা, হজ্ব প্রশিক্ষণ, হোটেল, খাবার, গাইড এবং প্রয়োজনীয় সব আনুষঙ্গিক খরচ বহন করা হবে। এই পূর্ণাঙ্গ ব্যবস্থাপনায় অংশগ্রহণকারীরা ইতিপুর্বে দুই বছর নির্বিঘ্নে ও অত্যন্ত সুষ্ঠুভাবে ওমরাহ পালন করে দেশে ফিরে এসেছেন।
ওমরাহ পালনকারী কয়েকজন অংশগ্রহণকারী বলেন, আমরা কখনো কল্পনাও করিনি যে জীবনে কখনো কাবা শরীফে গিয়ে ওমরাহ করার সৌভাগ্য হবে। বায়তুন নূর ফাউন্ডেশন আমাদের সেই স্বপ্ন পূরণ করেছে। আমরা সৃষ্টিকর্তার নিকট দোয়া করি, এই ফাউন্ডেশন যেন আরও অনেক মানুষের উপকারে আসতে পারে।"
বায়তুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মোঃ বায়েজিদ বোস্তামী জানান,
"আমরা বিশ্বাস করি, দান কেবল শিক্ষা, চিকিৎসা, খাবার বা জামাকাপড় দেওয়ায় সীমাবদ্ধ নয়। একজন মুসলমানের আত্মিক চাহিদা ও ইবাদতের আকাঙক্ষাকেও মূল্য দিতে হবে। আমাদের এই ফ্রি ওমরাহ কর্মসূচি সেই চিন্তার ফসল। আমরা চাই, যাদের সামর্থ্য নেই, তারাও যেন একবার আল্লাহর ঘরে গিয়ে ইবাদতের স্বাদ নিতে পারেন।"
তিনি আরও বলেন, এই কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পাশাপাশি আগামী বছরে আরও বৃহৎ পরিসরে ফ্রি ওমরাহ কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, বায়তুন নূর ফাউন্ডেশন ২০১৮ সাল ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য বিতরণ, এতিম ও বিধবাদের সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফ্রি ওমরাহ কর্মসূচি তাদের সেবামূলক উদ্যোগগুলোর মধ্যে অন্যতম। এই উদ্যোগ সমাজের হৃদয়ে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। বিশেষ করে যারা অর্থের অভাবে জীবনে কখনো পবিত্র কাবা শরীফে যাওয়ার সুযোগ পাননি, তাদের জন্য এই ওমরাহ ছিল এক অমূল্য আশীর্বাদ।
আরো সংবাদ
শ্যামনগরের নওয়াবেঁকী কলেজের সভাপতিকে অপসারণের দাবিতে মানববন্ধন
- Apr 18 2025 05:58
সৈয়দপুরে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
- Apr 18 2025 05:58
সৈয়দপুরে আ'লীগ নেতাদের গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- Apr 18 2025 05:58
ডুমুরিয়ায় গরুসহ দুই চোর আটক, সিএনজি জব্দ
- Apr 18 2025 05:58
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July