
মালিকানা নিয়ে দ্বন্দ্ব: দিনে দুপুরে তালা ভেঙে ভাড়াটিয়ার স্বর্ণের দোকান লুটের অভিযোগ
- Apr 29 2025 17:42
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কের স্বর্ণ মার্কেট (রেললাইনের ধারে) এলাকায় একটি স্বর্ণের দোকান থেকে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (২৮ এপ্রিল) প্রকাশ্য দিনের বেলা মেরাজ জুয়েলার্স নামে ওই দোকানে লুটের ঘটনা ঘটে।
দোকানের মালিকানা নিয়ে শরীকদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও দোকানের ভাড়াটিয়া মেরাজ জুয়েলার্সে দলবদ্ধ লোকজন দোকানের তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান ভাড়াটিয়া মো. মেরাজ সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই রাতেই সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন তিনি। এতে লিখিত বক্তব্যে দোকানের ভাড়াটিয়া মেরাজ জুয়েলার্সের মালিক মেরাজ বলেন, সোমবার দোকানের মালিক দাবিদার আরমান হোসেন বাদশার নেতৃত্বে সংঘবদ্ধ দল দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ওইদিন দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে দোকান থেকে বিভিন্ন স্বর্ণের গহনা ও স্টোরের মালামালসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।
দোকান লুটের শিকার মেরাজ আরও জানান, আমি গত ৫ বছর আগে থেকে ওই দোকান ভাড়ায় নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু দোকানের মালিকানা নিয়ে দুই শরিক মো. শাহীন ও আরমান হোসেন বাদশার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
এ অবস্থায় আরমান হোসেন বাদশার নেতৃত্বে চলতি বছরের ১ জানুয়ারী ভাড়ায় নেওয়া আমার দোকান তালাবদ্ধ থাকা অবস্থায় তারা অতিরিক্ত তালা লাগায় এবং রড দিয়ে ঝালাই করে দেয়। বিষয়টি থানা পুলিশ ছাড়াও বিজ্ঞ আদালত পর্যন্ত গড়ায়।
ক্ষতিগ্রস্ত মেরাজ আরও বলেন, গত ২৭ এপ্রিল বিকেলেও তারা দোকানের তালা ভাঙ্গার চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের বাঁধায় ফেরত যান তারা। তিনি বলেন ওইদিন গভীররাতে আদালতের আদেশ বলে থানা থেকে জারি করা একটি নোটিশ আমাকে দেওয়া হয়। ওই নোটিশে আমাকে সেখানে (দোকানে) যেতে বারণ করা হয়। তিনি ( দোকান ভাড়াটিয়া মেরাজ) আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে সেখানে যাওয়া থেকে বিরত থাকি।
কান্নাজড়িত কন্ঠে ক্ষতিগ্রস্ত মেরাজ বলেন, দোকানের মালিকানা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে
আমাকে কেন ক্ষতিগ্রস্ত করা হলো। আরমান হোসেন বাদশার নেতৃত্বে আমার (ভাড়াটিয়ার) দোকানের তালা ভেঙ্গে সোনার গহনাসহ যাবতীয় জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এতে অনেক গ্রাহকের গহনাও ছিল। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর বলেন, এমন হতে পারে তা আমি আগেই আশংকা করেছিলাম। এজন্য বিষয়টি থানা পুলিশকে অবহতিও করা হয়েছিল। কিন্তু তাঁরা কোন কার্যকরী ব্যবস্থা নেয়নি। আমার দোকানের মালামাল লুটের পরেও অভিযোগ দিয়েছি।
আমার প্রতি হওয়া অন্যায়ের বিচার চাচ্ছি আমি।
তবে এ বিষয়ে জানতে কথা হয় দোকানের মালিক দাবি করা আরমান হোসেন বাদশার সাথে। তিনি বলেন, বিজ্ঞ আদালত থেকে আমার পক্ষে রায় পেয়েছি। তাই আমি আমার দোকান বুঝে নিয়েছি। এখানে লুটপাটের কোন ঘটনা ঘটেনি। যা বলা হচ্ছে তা ভিত্তিহীন।
নোটিশ প্রদানের বিষয়ে জানতে মুঠোফোনে কথা হয় থানার উপ পরিদর্শক আব্দুল হামিদের সাথে। তিনি বলেন, আদালতের আদেশ মতে দোকানের ভাড়াটিয়া মেরাজকে নালিশী দোকানে না যাওয়ার জন্য বলা হয়েছে। এজন্য তাঁকে নোটিশ দেওয়া হয়েছে। রাতে নোটিশ,পরদিন দোকানের তালা ভাঙ্গার বিষয়ে কথা বলতে চাইলে তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন বলেন, আদালতের আদেশে দোকানের ভাড়াটিয়া নোটিশ দেওয়া হয়েছে। তবে তিনি বলেন, ভাড়াটিয়া মেরাজের দেওয়া লিখিত অভিযোগও পেয়েছি। পুলিশ তথ্য প্রমাণ সংগ্রহে কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরো সংবাদ
কালিগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু
- Apr 29 2025 17:42
সার্চ কমিটি গঠনে অনিয়ম: কালিগঞ্জ উপজেলা বিএনপি'র প্রতিবাদ সভা
- Apr 29 2025 17:42
শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ
- Apr 29 2025 17:42
শ্যামনগরে প্রবাসী প্রতারকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- Apr 29 2025 17:42
শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- Apr 29 2025 17:42
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July