
ডুমুরিয়ায় জমির দলিল নিয়ে অজিত চৌকিদারের আত্মহত্যা
- Jul 13 2025 16:12
ডুমুুুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় জমির দলিল নিয়ে গলায় রশি দিয়ে ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চৌকিদার অজিত মন্ডল (৭০) আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত গভীর রাতে বকুলতলা গেট সংলগ্ন এলাকায় একটি রােড শিরিশ গাছে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
পরিবারসহ এলাকার লােক অনেক খোঁজাখুঁজি করে রাত সাড়ে ৩টার দিকে তার খোঁজ পায়। পরে থানা পুলিশকে অবহিত করে। পুলিশ আজ রােববার সকাল সাড়ে ৭টার দিকে লাশের সুরতহাল রিপার্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অজিত মন্ডল ৬নং ওয়ার্ডের বকুলতলা গ্রামের মুত নিরঞ্জন মন্ডলের ছেলে। মত্যুকালে তিনি ৩ ছেলে, স্ত্রী নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন ।
জানা যায়, দীর্ঘদিন যাবত অজিত চৌকিদার জমি-জমা সংক্রান্ত বিষয়াদি নিয় দুশ্চিন্তাই ভুগছিলেন। তার একটি জমি জাবড়া গ্রামের জনৈক সত্যজিত রায়ের নিকট বন্ধক রাখেন। তবে জমিটা ফেরত দেয়ার কথা ছিলাে। সেই জমি ফররত না দয়াতে তিনি মানষিকভাবে ভেঙ্গে পড়রন। এনিয়ে পরিবারের মধ্যেও বেশ অশান্তি ছিলাে। একপর্যায় তিনি বকুলতলা স্লুইজ গেট সংলগ্ন ওয়াপদা রাস্তার পাশে সেই জমির উপর গিয়ে একটি টুলির উপর দাঁড়িয়ে রোড শিরিশ গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মত্যুর আগে তিনি সেখানে জমির একটি দলিল নিয়ে যান। স্থানীয় ইউপি সদস্য সুবির মন্ডল জানান, অজিত চৌকিদারর লাশের পাশে একটি জমির দলিল পাওয়া গেছর। যেটা এলাকার অনেকেই দেখেছেন। সন্ধ্যায় জাবড়া-বকুলতলা শ্মশানে তার অÍষ্টিক্রিয়া সম্পন করা হয়। তার মত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন শােনা যাচ্ছে।
আরো সংবাদ
শ্যামনগরে পথ নিয়ে দ্বন্দ্বে একই পরিবারের ৪ জন মারাত্মক জখম
- Jul 13 2025 16:12
সোনাটিকারী জামে মসজিদে ঈদে মিলাদুন্নী (সঃ) উপলক্ষে মিলাদ মাহফিল
- Jul 13 2025 16:12
পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
- Jul 13 2025 16:12
কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
- Jul 13 2025 16:12
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July