
সৈয়দপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিকান্ড
- Jul 13 2025 16:26
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বন্ধ থাকা কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ জুলাই) বেলা আড়াইটার দিকে অগ্নিকান্ডের ওই ঘটনা ঘটে। এতে ওই কার্যালয়ের একটি এসি ও একটি এলএডি টিভি পুড়ে ছাঁই হয়ে গেছে। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের সিএ রানা বাগচী জানান, তিনি প্রতিদিনের মতো ঘটনার দিন রবিবার চেয়ারম্যানের কার্যালয়ের পাশে তাঁর কক্ষে বসে দাপ্তরিক কাজকর্ম শেষ করে বেলা আড়াইটার দিকে অফিসে থেকে বাইরে বের হন। এ সময় উপজেলা চেয়ারম্যানের বন্ধ থাকা কার্যালয়ের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থাকা লোকজন আগুন আগুন বলে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এরপর ওই কার্যালয়ের অফিস সহায়ক মো. তহুরুল ইসলাম রনি ও উপজেলা পরিষদ কার্যালয়ে কর্তব্যরত আনসার ভিডিপি সদস্য মো. মুন্না দ্রুত সেখানে থাকা অগ্নিনির্বাপণ গ্যাস সিলিন্ডার ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তাঁর আগেই উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের থাকা একটি এসি ও একটি এলইডি টিভি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
আগুনে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের ইন্টেরিয়র ডিজাইনের (অন্দর সজ্জা) আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে । বৈদ্যূতিক শর্টসার্কিট থেকে এ আগুনে সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরো সংবাদ
সৈয়দপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিকান্ড
- Jul 13 2025 16:26
ডুমুরিয়ায় জমির দলিল নিয়ে অজিত চৌকিদারের আত্মহত্যা
- Jul 13 2025 16:26
ডুমুরিয়ায় অতিবৃষ্টি ও জােয়ারে ওঠা পানিতে বয়ারশিং-আঁধারমানিক প্লাবিত
- Jul 13 2025 16:26
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July