
শ্যামনগরে মৎস্য প্রজেক্ট দখল, কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি
- Jul 16 2025 14:49
ন্যাশনাল ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নে হরিনগর বাজার সংলগ্ন"প্যান্ডামিক ফিসারিস লিঃ" নামীয় প্রতিষ্ঠান জোর পূর্বক দখল করে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগে থানায় এজাহার দাখিল করা হয়েছে।
এজাহারটি দাখিল করেন প্রজেক্টির সাইড ম্যানেজার আলমগীর কবির।
এজাহার ও এলাকা সূত্রে প্রকাশ, ৩১২ জন ভূমি মালিকের কাছ থেকে ১৫ বছর (৩১ জুলাই ২০২০ থেকে ৩০ জুলাই ২০৩৫ সাল) লিজ নিয়ে প্যান্ডামিক ফিসারিস লিঃ" প্রতিষ্ঠানটি নিজস্ব বিনিয়োগ ছাড়াও এন আর বি সি ব্যাংক থেকে ১৬ কোটি টাকা লোন নিয়ে কাজ চরমান রযেছে। জমির মালিকদের লীজ ডিডের শর্তানুযাী নিয়মিত হারীর টাকা পরিশোধ করে এ প্রকল্পটির ব্যবসা পরিচালনা করছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি ব্যাংকের নিকট দায়বদ্ধ আছে। ৩ কোটি টাকা চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় ১৬/০৭/২০২৫ তারিখ সকাল আনু: ১১.৩০ ঘটিকার সময় প্রজেক্টটি বেদখল হয়। প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ আব্দুল্যাহ আল-কাইয়ুম শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী ভুক্ত করেও রেহাই হল না। পূর্ব পরিকল্পনা মাফিক হাতে রাম দা, গাছি দা, ধারালো না, হকিষ্টিক, লোহার রড, জিআই পাইপ, শাবল ইত্যাদি দেশীয় মারাত্মক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতাবদ্ধে "প্যান্ডামিক ফিসারিস লিঃ" এর ভিতরে অন্যায় অনধিকার প্রবেশ করে এ ধরনের ঘটনা ঘটে। ২০টি গ্রুপ দিয়ে ঐ প্রজেক্টের ১৮০টি পুকুরের মধ্যে আনুমানিক শতাধিক পুকুরে বেড় জাল ও খেপলা জাল ফেলে বিভিন্ন প্রজাতির উৎপাদিত মাছ মূল্য প্রায় ৪ কোটি টাকাসহ প্রায় আরো ৩০ লক্ষ লক্ষ টাকার মালামাল লুটপাট বা ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এর লুটপাট, দখল সহ এর সত্যতা পান। এ ঘটনায় তৎকালীন আওয়ামী লীগে যোগদানকারী আবুল কাশেম মোড়ল, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক নেতা মরহুম আব্দুস সাত্তারের পুত্র সালাউদ্দিন শাওনের নেতৃত্বে এ প্রজেক্ট দখল করে ব্যাপক ক্ষতি সাধন করার অভিযোগ উঠেছে। যার প্রেক্ষিতে তাদেরসহ ৩০ জনকে নামীয় এবং ৭০/৮০ জন অজ্ঞাত আসামি করে শ্যামনগর থানায় এজাহার দাখিল করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবীর মোল্লা জানান, তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ নিতে প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
সুনামগঞ্জে জেলা প্ৰশাসকেৱ ব্যতিক্রমী উদ্যোগ
- Jul 16 2025 14:49
বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল!
- Jul 16 2025 14:49
সৈয়দপুরে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশ
- Jul 16 2025 14:49
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July