
আশাশুনির বিনামূল্যে বিতরণকৃত পানির ট্যাংক পাইকগাছায় আটক
- Jul 17 2025 13:14
বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনিতে বিনামূল্যে বিতরণকৃত পানির ট্যাংক বিক্রয় করা দন্ডনীয় অপরাধ হলেও সেই ট্যাংক বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ১০ টার দিকে ৩ হাজার লিটারের নীল রংয়ের ট্যাংকটি পাইকগাছা উপজেলায় আটক করা হয়। সেখানে কর্মরত ট্যাংকি মিস্ত্রিরা ভ্যানসহ ট্যাংকটি আটক করেন। ট্যাংকটি পাইকগাছা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে রয়েছে।
ট্যাংক আটকের কথা জানাজানির পরে পুনরায় ফিরে পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে ও নেতাকর্মীর কাছে দৌড়ঝাঁপ শুরু করেছে মজিদ মোড়ল। জানাগেছে, উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের মৃত মহব্বত মোড়লের ছেলে মজিদ মোড়ল সরকারি বরাদ্দে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য একটি ট্যাংক পান। কিন্তু অর্থের বিনিময়ে তিনি কপিলমুনির একব্যক্তির কাছে বিক্রি করে দেয়। বিক্রয় করা ট্যাংক ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময় পাইকগাছার মধ্যস্থলে ভ্যান গাড়িসহ আটক করা হয়।
এ ব্যাপারে মজিদ মোড়লের কাছে জানতে চাইলে সত্যতা স্বীকার করে বলেন, আমার ভুল হয়ে গেছে। জেকে পরিবারের সুপারভাইজার ইমরান হোসেন জানান, আমি আশাশুনি ও পাইকগাছা দুই উপজেলায় ট্যাংকি বসানোর কাজ করছি। পাইকগাছা উপজেলার কর্মরত মিস্ত্রিরা আমাকে জানিয়েছেন এবং আপনিও বললেন, বিষয়টা আমি উর্দ্ধধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যে সিদ্ধান্ত হয় পরে জানাতে পারব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় জানান, যেই এই অপরাধের কাজ করুক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ওই ব্যক্তি আর কখনো পানির ট্যাংকি পাবেনা।
আরো সংবাদ
সুনামগঞ্জে জেলা প্ৰশাসকেৱ ব্যতিক্রমী উদ্যোগ
- Jul 17 2025 13:14
বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল!
- Jul 17 2025 13:14
সৈয়দপুরে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশ
- Jul 17 2025 13:14
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July