Image

গণঅভ্যুত্থান দিবসে ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ২০২৪ এর জুলাই বিপ্লবে ছাত্র- জনতার গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান স্বৈরাচার শেখ হাসিনা ও তার পরিষদ বর্গ ক্ষমতা ছেড়ে দেশে থেকে পালিয়ে যায়। দেশের সাধারণ মানুষ ফিরে পায় স্বাধীনতা। পতন হয় স্বৈরশাসকের। এ উপলক্ষে ডুমুরিয়া জামায়াতে ইসলামীর এক গন আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মিছিলটি ডুমুরিয়া মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এড. আবু ইউসুফ মোল্লা, উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইন নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আমানুল্লাহ আমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সাইফদুল্লাহ, মাওলানা হাবিবুল্লাহ, মাও ফরহাদ আল মাহমুদ মাহমুদুল আলম, জাহাঙ্গীর হুসাইন, মাস্টার মুস্তাক চৌধুরী, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা বেলাল হুসাইন, মাওলানা আব্দুল মান্নান, সার্জেন্ট অবঃ আবুল হোসেন, মাওলানা মতিউর রহমান, হাফেজ মঈন উদ্দীন, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মোতালেব হুসাইন, হাফেজ আবুবকর সিদ্দিক, মাওলানা আব্দুস সোবহান ও সোহরাব হোসেন, শেখ মোসলেম উদ্দিন, আবুল বাসার, আবদুল গনি খান, মাওলানা আব্দুর রশিদ আল আজাদ, মাওলানা আইয়ুব আলী, মাও আব্দুল হান্নান, হাফেজ আব্দুল হাকিম, শিবির নেতা আবু তাহের,শামিদুল হাসান লিমন প্রমুখ।

মিছিলে ১৪ টি ইউনিয়ন থেকে  হাজার হাজার নেতা কর্মী ব্যানার, প্লাকার্ড,ও দাড়ি পাল্লা প্রতিক নিয়ে  মিছিলে অংশগ্রহণ করে।