Image

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সরকারি কর্মকর্তা গুরুতর আহত

আবু হাসান: সাতক্ষীরার কালিগঞ্জে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে দুই সরকারি কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত সরকারি কর্মকর্তারা হলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জুয়েল হোসেন (৪২) ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা গোবিন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জুয়েল হোসেন এর সাথে মোটরসাইকেলে কালিগঞ্জ ফিরছিলেন। বেলা ১২টার দিকে গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে অসাবধনতাবশতঃ তারা চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গ্রামডাক্তার হরিদাস সরকারের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনি আহত দুই কর্মকর্তাকে অ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ার পাশাপাশি তার বুকের একটি হাড় ভেঙ্গে গেছে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা বুকে আঘাত পেয়েছেন বলে গ্রাম ডাক্তার হারিদাস সরকার জানিয়েছেন।##