
ভূরুঙ্গামারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
- Aug 12 2025 11:50
আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম: প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার যৌথ আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, যুব সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক রুকুনুজ্জামান রোকন, জয়মনিরহাট ইউনিয়নের সফল আত্মকর্মী রফিকুল ইসলাম, শামীম হোসেন, শিলখুড়ি ইউনিয়নের সফল যুব সংগঠক সিমা আক্তার, সফল উদ্যোক্তা এস এম শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ। যুব অফিসের শফিকুল, সাইফুর, আরিফ, মনুমিয়া ও মুক্তা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউটস লিডার খোরশেদ আলম।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ২৩ জন যুবক কে ৩০০০০ টাকা করে ঋণের চেক বিতরণ করেন। এছারাও যুবকদের, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
পরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে উপজেলা পরিষদ পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
আরো সংবাদ
শ্যামনগরে পথ নিয়ে দ্বন্দ্বে একই পরিবারের ৪ জন মারাত্মক জখম
- Aug 12 2025 11:50
সোনাটিকারী জামে মসজিদে ঈদে মিলাদুন্নী (সঃ) উপলক্ষে মিলাদ মাহফিল
- Aug 12 2025 11:50
পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
- Aug 12 2025 11:50
কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
- Aug 12 2025 11:50
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July