
কালিগঞ্জ ইউএনও অফিসের মাসুম বিল্লাহ'র নেতৃত্বে ঘুষ সিন্ডিকেট বেপরোয়া!
- Aug 13 2025 11:35
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ২০২১ সালের ১৬ মে ষাট-মুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর হিসেবে যোগদান করেন পার্শ্ববর্তী দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে মোঃ মাসুম বিল্লাহ(৩৩)। তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাঈদ মেহেদীর একান্ত বিশ্বস্ত কর্মচারি হিসেবে নিজেকে প্রমাণ করে মাসুম বিল্লাহ দ্রুত সময়ের মধ্যে গড়ে তোলেন শক্তিশালী প্রভাব বলয়। সে সময়ের ষাট-মুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর মাসুম বিল্লাহ এর পদবী এখন সহকারী প্রশাসনিক কর্মকর্তা। তার গডফাদারখ্যাত সাঈদ মেহেদী বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান না থাকলেও ক্ষমতার দাপট কমেনি বহুল আলোচিত মাসুম বিল্লাহ’র। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌছাতে হলে অনেককে তাই তার কাছে ধর্ণা দিতে হয়। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার অজান্তে সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ এর ছত্রছায়ায় একটি ঘুষ সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন যাবত। সম্প্রতি সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ দ্বারা ঘুষবাণিজ্যের চেষ্টা ও হয়রানির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী।
লিখিত অভিযোগে উপজেলার কাঁকশিয়ালী গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মীম ইসলাম (২৬) জানান, তার মাতা মোছাঃ নিলুফা ইসলাম কালিগঞ্জ উপজেলাধীন সাইহাটি মৌজায় (জে,এল নং-২০২), আরএস ৩০২ ও ৩০৩ নং খতিয়ানে মোট ১একর ২৫ শতক জমির মধ্যে ১১ শতক জমির মালিক। উক্ত জমি সম্পূর্ণ অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের মোমরেজ আলী খার ছেলে মকবুল হোসেন খা এবং তার ছেলে মুজিবর রহমান ও মইনুর রহমান দীর্ঘদিন যাবত জবরদখল করে রেখেছেন। এ ঘটনার বিচারপ্রত্যাশী হিসেবে গত ২০/০২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রতিপক্ষ দখলকারিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহর নিকট জমা দেয়ার পর তিনি মীম ইসলামের নিকট উৎকোচ দাবি করেন। অভিযোগ পত্রটি ইউএনও স্যারের নিকট পৌছানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে সে সময় মীম ইসলাম বলেন, ইউএনও স্যার তদন্তপূর্বক আমার অভিযোগের সত্যতা পেলে আমি ন্যায়বিচার পাবো বলে আশা করি। তবে মাসুম বিল্লাহকে সন্তুষ্ট করতে না পারায় অভিযোগ জমা দেয়ার পর ৬ মাস পেরিয়ে গেলেও অভিযোগটির বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি। লিখিত অভিযোগে তিনি আরও বলেন, কিছুদিন পরপর মাসুম বিল্লাহ’র নিকট খোঁজখবর নিলে তিনি কোন সদুত্তর দেন না এবং প্রচ্ছন্নভাবে ঘুষের দাবি অব্যাহত রেখেছেন। সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ প্রতিপক্ষ মকবুল হোসেন গংদের নিকট থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাদের সাথে যোগসাজসশ করে ন্যায়বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগে জানিয়েছেন তিনি।
এদিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে যেয়ে গত ৭ আগস্ট ওই অফিসের সিন্ডিকেটের কাছে নাজেহাল হয়েছেন মীম ইসলাম। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল অফিসে না থাকায় তিনি অভিযোগপত্রটি প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা বেগমের নিকট জমা দেন। অভিযোগটি পড়ে তেলে বেগুনে জ্বলে উঠেন তিনি। কেন মাসুম বিল্লাহ এর বিরুদ্ধে ইউএনও স্যারের নিকট অভিযোগ লেখা হয়েছে তার কৈফিয়ত চান হোসনেয়ারা বেগম। এ সময় ওই অফিসের দপ্তরী বিশ্বনাথ সরকার অভিযোগটি নিয়ে তার মোবাইলে ছবি তুলে নেন এবং অভিযোগটি জমা নেয়া হবে না বলে ফিরিয়ে দেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিতে গেলে তার কক্ষে থাকা একজন সরকারি কর্মকর্তাও অভিযোগকারী মীম ইসলামকে হুমকি দিয়ে বলেন, অভিযোগ প্রমাণ করতে না পারলে মানহানির মামলা করা হবে। সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ দ্বারা গড়ে ওঠা সিন্ডিকেট যে কতটা বেপরোয়া হয়ে উঠেছে তা অভিযোগ জমা দিতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মীম ইসলাম।
অভিযোগের বিষয়ে জানার জন্য সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।
এব্যাপারে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার কার্যালয়ে আসা জনসাধারণকে আমি সর্বদা আন্তরিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করি। সহকারী প্রশাসনিক কর্মকর্তা দ্বারা হয়রানির অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
শ্যামনগরে পথ নিয়ে দ্বন্দ্বে একই পরিবারের ৪ জন মারাত্মক জখম
- Aug 13 2025 11:35
সোনাটিকারী জামে মসজিদে ঈদে মিলাদুন্নী (সঃ) উপলক্ষে মিলাদ মাহফিল
- Aug 13 2025 11:35
পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
- Aug 13 2025 11:35
কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
- Aug 13 2025 11:35
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July