Image

কালিগঞ্জে মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিভাসন তথ্য কর্ণার উদ্বোধন ও আলোচনা সভা

মো. আরিজুল ইসলাম, নলতা থেকে: সাতক্ষীরার কালিগঞ্জে মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিভাসন তথ্য কর্ণার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদের হলরুমে বেসরকারি সংস্থা রূপান্তর এ সভার আয়োজন করে। 

নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। রূপান্তরের প্রকল্প সমন্বকারী সুবোল কুমার ঘোষ ও নলতা ইউপির ডিজিটাল উদ্যোক্তা শিমুল কুমার দাশের সঞ্চালনায় সভায় নলতা ইউপির সচিব মোঃ শহীদুল ইসলাম মৃধা, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, সমাজসেবক মোঃ রেজাউল ইসলাম, হাফেজ হাবিবুর রহমান, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ শামিম হোসেন, মোঃ ইব্রহিম খলিল, মোঃ আশরাফ উদ্দীন খান, মোঃ আব্দুল্লাহ, মোঃ আব্দুল কাদের, মোঃ আব্দুল মজিদ, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, মানবাধিকার জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজহারুল ইসলাম, আনছার ভিডিপির পরিমল কুমার সরকার সহ সরকারী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 

আলোচনা সভায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভুক্তভোগীদের সুরক্ষা ও আইনি সহায়তা প্রদানে গুরুত্বারোপ করা হয়। একই সাথে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। বিশেষ করে মানব পাচারকারীদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের সমাজে পুনর্বাসনের জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার ওপর জোর দেয়া হয়। এছাড়া, অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার কথাও বলা হয়। এই ধরণের তথ্য কর্ণার স্থাপন এবং আলোচনা সভা মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করেন সংশ্লিষ্টরা।##