Image

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কর্মকর্তাদের অভিষেক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ'র  আওতায় লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২১ আগস্ট)  বিকেলে শহরের ড্রীম প্লাস হোটেল এন্ড রিসোর্টের হলরুমে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন শংকর কুমার রায় মনা এমজেএফ এবং বিশেষ অতিথি ছিলেন  প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ।

 

অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ'র প্রাক্তণ জেলা গভর্ণর লায়ন মো. জালাল আহমেদ এমজেএফ।

 

দুই পর্বে আয়োজিত অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের বিদায়ী সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক লায়ন কহিনুর বেগম এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ও কামারপুকুর ডিগ্রী কলেজের প্রভাষক লায়ন মো. রেজাউল হক।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের ডিরেক্টর ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মো. আজমল সরকার। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর কেবিনেট সেক্রেটারি লায়ন সঞ্জয় কান্তি সাহা, কেবিনেট ট্রেজারার লায়ন এ্যাডভোকেট মো. এনায়েত উল্লাহ শফিক,  কনভেনশন চেয়ারপার্সন লায়ন এস এম শরিফুল ইসলাম, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. মোজাফফর আলী মিলন ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের ডিরেক্টর কাজী মো. একরামুল হক প্রমুখ।

 

এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ এবং গীতা পাঠ করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করে। এরপর লায়ন সদস্যদের আনুগত্যের শপথ বাক্য পাঠ করান সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক লায়ন মো. আতাউর রহমান। পরে লায়ন ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান জেলা গভর্ণর লায়ন শংকর কুমার রায় মনা এফজেএফ।

 

এর আগে অতিথি লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর কর্মকর্তারা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে ফুলের পাঁপড়ি ছিটিয়ে তাদের বরণ করে নেন। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা একক, দ্বৈত ও দলীয়ভাবে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।

 

এদিকে, অভিষেক অনুষ্ঠানকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে শহরের অসহায় ও দুস্থ দুই নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন শংকর কুমার রায় মনা এমজেএফ ওই সেলাইমেশিনগুলো তুলে দেন।

 

সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন মো. ফারুক আহমেদ, সহকারী শিক্ষক বিলকিছ বাণু ও সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণরের সহধর্মিনী ফাস্ট লেডী স্মৃতি রায়,  অন্যান্য লায়ন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সকল সদস্য, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ  লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েলসহ সকল শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।