Image

কালিগঞ্জে ওষুধ ব্যবসায়ী উৎপল ও রিডা’র পরিচালক আব্দুল্যাহর বিরুদ্ধে হাসপাতাল জবরদখলের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের ফুলতলা মোড়ে অবস্থিত 'খতিব ফার্মেসী'র মালিক বহুল বিতর্কিত ব্যবসায়ী উৎপল কুমার ঘোষ (৫৫) ও শ্যামনগর উপজেলা সদরে অবস্থিত রিডা হাসপাতালের পরিচালক আব্দুল্লাহ (৫২) এর বিরুদ্ধে হাসপাতাল জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

 

লিখিত অভিযোগে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী গ্রামের শাহাদাত হোসেনের ছেলে ফারুক হোসেন (৩৮) জানান, তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মাস্টার সুরাত আলীর ছেলে মাসুম বিল্লাহ, বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের মরহুম আপ্তাব উদ্দীনের ছেলে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী, উত্তর শ্রীপুর গ্রামের আবু হেন মোস্তফা কামালের ছেলে মোঃ শাহাজালাল, মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামের সুরাত আলীর ছেলে মোমিনুল ইসলাম এবং উপজেলার কুশলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামের কৃষ্ণপদ ঘোষের ছেলে উৎপল কুমার ঘোষ সম্মিলিতভাবে লিখিত চুক্তিপত্রের মাধ্যমে কালিগঞ্জের পাউখালী মোড়ে ‘হেলথ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল’ স্থাপন করেন। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় ৬ জনের শেয়ারের টাকায় গড়ে তোলা হাসপাতালটি রাতারাতি তঞ্চকতার মাধ্যমে ছয়জন হতে একজনের নামে করে শ্যামনগর রিডা হাসপাতাল এর পরিচালক আব্দুল্লাহর সাথে যোগসাজশে জোরপূর্বক দখল করে নেয়। ৫জনকে বঞ্চিত করে জবরদখল করে নেয়া ‘হেলথ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল’ টির নাম পরিবর্তন করে বর্তমানে সেখানে রিডা হাসপাতাল নামে পরিচালনা করছেন উৎপল ঘোষ ও আব্দুল্লাহ। ফারুক হোসেন আরও জানান, উৎপল কুমার ঘোষ ও আব্দুল্লাহ পরস্পর যোগসাজশে তিনিসহ ৫ জনের তীলে তীলে সঞ্চিত অর্থ লোপাট করে এখন গুন্ডাবাহিনী দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চলেছেন। ধুরন্ধর উৎপল গংদের বিরুদ্ধে কালিগঞ্জ থানা ও সেনা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দিলেও তারা অবৈধ অর্থের দাপটে কারও বিচার বা পরামর্শ আমলে না নিয়ে তাদের স্থাপিত হাসপাতালটি স্বৈরাচারী কায়দায় রিডা হাসপাতাল নামে পরিচালনা করছেন। এজন্য ন্যায় বিচার পেতে সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর দখলবাজ উৎপল কুমার ঘোষ ও আব্দুল্লাহর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ আমলে নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের উইমেন্স সাপোর্ট সেন্টার তদন্তের জন্য বিবাদী ও স্বাক্ষীদের তলব করেছেন বলে জানান তিনি। 

 

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, উৎপল কুমার ঘোষ একজন বিতর্কিত ওষুধ ব্যবসায়ী। তার দোকানে ভারতীয় ও ভেজাল ওষুধ পাওয়ায় ইতিপূর্বে একাধিকবার আইনশৃঙ্খলাবাহিনী অভিযান পরিচালনা করে অর্থদন্ড প্রদান করেন। তিনি বিভিন্ন সরকারের সময় ভোল পাল্টিয়ে কিছু রাজনৈতিক নেতাকে ম্যানেজ করে প্রভাব বিস্তার করেন বলে জানা গেছে। 

 

এ ব্যাপারে জানার জন্য উৎপল কুমার ঘোষের (০১৮৫১০২৯৪৬৬) মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও সংযোগটি বন্ধ পাওয়া যায়।