Image

সোনাটিকারী দুরুস সালাম জামে মসজিদে ঈদে মিলাদুন্নী (সঃ) উদযাপনে পরামর্শ সভা

এসএম আরিজুল ইসলাম, নলতা থেকে: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার সোনাটিকারী দারুস সালাম জামে মসজিদে ২২ আগস্ট শুক্রবার বাদ এশা  ছাইয়েদে খায়রুল বাশার, হাদিয়ে রওশন জমীর, বাদশাহে দো-আলম, ইমামুল মোরছালিন, খাতেমুন নাবিয়ীন হজরত আহম্মাদ মোজতবা মোহাম্মদ মোস্তফা ছাল্লাল্লাহু ওয়ালিহি ওয়াছাল্লামের জন্ম দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

পরমর্শ সভায় মসজিদ কমিটির সভাপত এস.এম কবির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনাটিকারী জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ নাজমুল হোসেন, সোনাটিকারী দারুস সালাম জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওঃ মোঃ তুহিন ইকবাল (মাদানী), দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, সোনাটিকারী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, সোনাটিকারী দারুসসালাম জামে মসজিদের সহ-সভাপতি মোঃ মাহবুবুল হক, সহ সম্পাদক শাহিন হোসেন, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, ব্যবসায়ী আব্দুস সাত্তার সহ শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের মুসুল্লিবৃন্দ।