Image

নয়াদিগন্ত'র প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের শোক

বিশেষ প্রতিনিধি: বর্ষীয়ান ও খ্যাতিমান সাংবাদিক, দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। 
 
বিবৃতিদাতারা হলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহসভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান ও শেখ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হাসান, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহসাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ শের আলী, দপ্তর সম্পাদক মোঃ জামাল উদ্দীন তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোঃ জেহের আলী, রেদওয়ান ফেরদৌস রনি, মোঃ আব্দুস সালাম ও মোঃ আরিজুল ইসলাম, সদস্য যথাক্রমে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, তারিকুল ইসলাম লাভলু, আফজাল হোসেন, আবু বক্কর সিদ্দীক, চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, এনামুল হক এনাম, শেখ শাওন আহম্মেদ সোহাগ, লাভলু আক্তার, মোঃ আবুল হোসাইন, শেখ আরিফুজ্জামান রাজু, শেখ ইকবাল আলম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোখলেছুর রহমান মুকুল, আব্দুল মাজিদ, মীম ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আলাউদ্দীন, মোঃ মিয়ারাজ হোসেন, শেখ ফারুক হোসেন, তাজুল হাসান সাদ, আবু সাঈদ প্রমুখ।