Image

কালিগঞ্জে জামায়াতের পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

আবু হাসান: বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা জামায়াতের ফুলতলা কার্যালয়ে এ অনুষ্ঠানে  উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী বিভাগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান মুকুল। 

তিনি বলেন, “দেশের সঠিক নেতৃত্ব বিকাশে পেশাজীবী মহলের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি।”

 

বিশেষ অতিথির রাখেন জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল, জেলা সাব-কমিটির সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন খান প্রমুখ। 

 

উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ  “নির্বাচনে পি.আর (Proportional Representation) পদ্ধতি গ্রহণ সময়ের দাবী" শির্ষক বক্তব্য বলেন, "এটি গণতন্ত্রকে সুদৃঢ় করবে এবং জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করবে।"

 

এছাড়া আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন উপজেলা জামায়াতের শিক্ষা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান। মানবিক বাংলাদেশ গঠনে নৈতিক মানের গুরুত্ব তুলে ধরেন তালীমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা নুরুজ্জামান হাবিবী। আর ঐক্যবদ্ধ প্রচেষ্টা সফলতার পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমিন।

 

উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মো: রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তারা পেশাজীবী মহলের ঐক্য, নেতৃত্বগুণ এবং মূল্যবোধকে শক্তিশালী করার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।