
ডুমুরিয়ায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত-৩
- Aug 25 2025 07:15
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
এঘটনায় আরোও ৩ জন যাত্রী গুরতর আহত হয়েছে। আজ সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে ডুমুরিয়া উপজেলাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায় সোমবার সকালে ৭ জন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাসস্ট্যান্ড থেকে ইজিবাইকটি খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ইজিবাইকটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে পৌঁছুলে খুলনা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির ঢাকা-মেট্রো-ন -১১-৬৪৪৬ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রচন্ড আঘাতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ভেঙে চুরে রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় ইজিবাইক চালক ডুমুরিয়া উপজেলার খরসংন্ডা এলাকার মুজাহিদুল মোড়ল (৩৫), ইজিবাইকে থাকা যাত্রী একই উপজেলার কালিকাপুর গ্রামের মিনা বেগম (৪৬), বাগদাড়ি এলাকার রোস্তম আলি খান (৬০) ও খরসংন্ড এলাকার হাফিজুর রহমান (৫০) এর মাথা মুখমন্ডল হাত পা ভেঙে চুরে প্রচুর রক্ত ক্ষরণ হয়ে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। অপর দুইজনকে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় লোকজন পুলিশ ও ফাঁয়ারসার্ভিস হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এদিকে একই এলাকার ৪ জন ব্যক্তির মৃত্যুর ঘটনায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ ঘটে। গোটা এলাকায় মেনে আসে শোকের ছায়া।
বিষয়টি নিশ্চিত করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা ও খর্নিয়াস্থ চুকনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ নুরুজ্জামান। তারা বলেন এ ঘটনায় ভিকটিম পরিবারের পক্ষ থেকে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
আরো সংবাদ
পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
- Aug 25 2025 07:15
কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
- Aug 25 2025 07:15
কালিগঞ্জের খানজিয়ায় মাদক, চোরাচালান ও মানবপচার প্রতিরোধে আলোচনা সভা
- Aug 25 2025 07:15
শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক 'দুলু' বহিষ্কার
- Aug 25 2025 07:15
ভারতীয় হাইকমিশনের আয়োজনে ‘নজরুল সন্ধ্যা’ উদ্যাপন
- Aug 25 2025 07:15
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July