Image

শ্যামনগরে মাছের পোনা অবমুক্তি

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের প্রাচুর্য বৃদ্ধি এবং স্থানীয় জেলেদের জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায়  উপজেলায় বিভিন্ন পুকুর ও উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা ছাড়া হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে পোনা মাছ সংগ্রহ করে উপজেলার অন্যান্য জলাশয়ে অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তৌহিদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: রনী খাতুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনী খাতুন বলেন, মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য খাতের উন্নয়ন অপরিহার্য। এই উদ্যোগ শুধু মাছের উৎপাদন বাড়াবে না, গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করবে। তিনি জলাশয়গুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে স্থানীয় জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মো: রাশেদ হুসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার মো: নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা হুমায়ুন কবির সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় মৎস্য চাষী প্রতিনিধিগণ ও মৎস্য দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।