Image

সৈয়দপুরে ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগীদের মাঝে চাল বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভারনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগী দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রবিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই চাল বিতরণ করা হয়।

 

ওইদিন সকালে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী নারীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন। 

 

এ সময় কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন, মো. আজমল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ্ জানান, দুই বছর পর্যন্ত ভিডব্লিউবি কর্মসূচির আওতায় কার্ডধারী প্রত্যেক উপকারভোগী প্রতি মাসে ৩০ কেজি  করে চাল পাবেন। রবিবার ভিডব্লিউবি কর্মসূচির জুলাই ও আগস্ট মাসের চাল বিতরণ করা হয়েছে।

 

এদিকে উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোতেও এই কর্মসূচির চাল বিতরণ শুরু হয়েছে। 

 

সৈয়দপুর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৭ চক্রের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নে দুই হাজার ৬৯৪ জন উপকাভোগীকে চাল দেওয়া হবে। এদের মধ্যে কামারপুকুর ইউনিয়নে ৫২৫ জন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৬০৫ জন, বাঙ্গালীপুর ইউনিয়নে ৩৯৩ জন, বোতলাগাড়ী ইউনিয়নে ৭১৬ জন এবং খাতামধুপুর ইউনিয়নে ৪৫৫জন রয়েছে।