Image

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামে মৎস্য ঘের থেকে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিউল মেম্বর।

গত ১৪ অক্টোবর সরেজমিনে গিয়ে দেখা গেছে, খাগড়াঘাট গ্রামের ঘন জনবসতি এলাকায় খাগড়াঘাট  ঈদগাহ ময়দান এর পাশ্বে মংষ্য ঘের থেকে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যহত রেখেছে স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম। এভাবে বালু উত্তোলন অবরোধ থাকলে পরিবেশ ও জীববৈচিত্র হুমকির মুখে পড়বে। 

 

এবিষয়ে শফি মেম্বরের সাথে ব্যক্তিগত মুঠোফোনে কথা হলে তিনি বালু উত্তোলনের কথা স্বীকার করেন। এ বিষয়ে সরকারিভাবে কোন অনুভূতি আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, প্রশাসনের  সাথে মোখিক ভাবে অনুমতি নিয়ে বালু উত্তোলন করছি।