Image

ভূরুঙ্গামারীতে রানা মেডিকেল স্টোরে চুরি: গ্রেফতার ১, চোরাই ওষুধ উদ্ধার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রানা মেডিকেল স্টোরে চুরির ঘটনায় দিনাজপুর থেকে চোরাই ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মাল ক্রয়ের অভিযোগে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ২০২৫ (দিবাগত রাতে) ভূরুঙ্গামারী উপজেলার জামতলা মোড়ে অবস্থিত রানা মেডিকেল স্টোরে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের প্রায় ৪ লক্ষ টাকার ওষুধ চুরি করে নিয়ে যায়।

 

পরদিন সকালে দোকান মালিক বিষয়টি টের পেয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন।মামলা হওয়ার পরপরই পুলিশ সুপার কুড়িগ্রাম মোঃ মাহফুজার রহমানের সার্বিক নির্দেশনায় ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।

 

পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় দিনাজপুর সদর থানার উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে চুরি যাওয়া ওষুধ উদ্ধার করা হয় এবং চোরাই মাল ক্রয়ের দায়ে মোঃ মামুন হোসেন (৪৩), পিতা মৃত মনোয়ার হোসেন, সাং – ২নং উপশহর (সি/১৮), থানা – সদর, জেলা – দিনাজপুর-কে গ্রেফতার করা হয়।

 

উদ্ধারকৃত ওষুধ দিনাজপুরের রামডুবি বাজারে অবস্থিত “মা ফার্মেসী” দোকান থেকে উদ্ধার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত মামুন হোসেনকে চোরাই মাল ক্রয় ও সংরক্ষণের দায়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

ঘটনার বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, মামলা হওয়ার পরই আমরা দ্রুত তদন্ত শুরু করি। গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় দিনাজপুরে অভিযান চালিয়ে চুরি যাওয়া ওষুধ উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মূল চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

তিনি আরও বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক আছি। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।