Image

শ্যামনগর-ভেটখালী মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগর-ভেটখালী মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। 

 

১৫ অক্টোবর:(বুধবার) সকাল থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফায়ার সার্ভিসের সামনে থেকে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়।

১৫ ও ১৬ অক্টোবর ২ দিন ব্যাপি এই উচ্ছেদ অভিযানের প্রথম দিনে নেতৃত্ব দেন সড়ক ও জনপদ বিভাগের (সওজ) এসিস্ট্যান্ট সেক্রেটারী আশফাকুল হক চৌধুরী।

 

১৯৯৮ সালের পর থেকে অদ্যাবধি (২৭ বছর) সাতক্ষীরা-ভেটখালি সড়কটির তেমন কোন কাজ হয়নি। আগের নির্মিত সড়কটিতে প্রতি বছর মাজাঘসা করে জোড়াতালি দিয়েই চলছে।

 

উচ্ছেদ অভিযান সম্পর্কে সাতক্ষীরার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ বলেন, প্রথম দিনে ফায়ার সার্ভিসের সামনে থেকে রাস্তার দুই পাশের সকল অবৈধ স্থপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছে। ৪ টি এক্সকাভেটর মেসিন দিয়ে উচ্ছেদ অভিযান চলবে। ১৬ তারিখের মধ্যে ভেটখালী পর্যন্ত উচ্ছেদ অভিযান শেষ করার লক্ষ মাত্রা ঠিক করা হয়েছে।

 

উচ্ছেদ অভিযান চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর কয়েকটি টিম নিয়মিতভাবে টহল দিতে দেখা যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্য ছাড়াও র‍্যাব ৬ এর ডিএডি হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম উচ্ছেদ অভিযানের সময় সর্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।