Image

শ্যামনগরের ইউএনওকে পাবলিক লাইব্রেরীর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

এস, এম, মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগরের ইউএনও মোছা: রনী খাতুনকে পাবলিক লাইব্রেরীর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

১৫ অক্টোবর (বুধবার) বিকেল ৫ টায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে  ইউএনও মোছা: রনী খাতুন কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

সংবর্ধনা সভায় ইউএনও মোছা: রনী খাতুন বলেন, সরকারিভাবে যথাযথ দায়িত্ব পালন করতে তিনি তার কর্তব্য কাজে সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছেন। পাবলিক লাইব্রেরীতে এসে ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনমূখী করতে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ হোসেন খাঁন, সাবেক উপজেলা বিএনপি সভাপতি মাষ্টার আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান- পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক নুরজাহান পারভীন ঝর্ণা, বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি সাবেক সহকারি অধ্যাপক আবু সাঈদ, সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী, পাবলিক লাইব্রেরীর সাবেক সেক্রেটারী সহকারি অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, বিশিষ্ট সমাজসেবক  আব্দুর রশিদ, আব্দুস সবুর, রণজিৎ বর্মণ প্রমুখ।

 

বক্তারা ইউএনও মোছা: রনী খাতুনের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।