Image

শ্যামনগরে "লিডার্সের" বাস্তবায়নে ২ টি প্রকল্পের অবহিতকরণ সভা

এস, এম, মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগরের বেসরকারি সংস্থা লিডার্সএর বাস্তবায়নে ২ টি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

১৩ নভেম্বর ( বৃহস্পতিবার) শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লিডার্সের বাস্তবায়নে কমিক রিলিফ এর অর্থায়নে রেজিলিয়েন্ট ইনস্টিটিউশন ফোর স্কেলিং আপ এমপাওয়ারমেন্ট (রাইজ) এবং গেইন অর্থায়নে ক্লাইমেট একশন অ্যাট লোকাল লেভেল (কল)-এই দুই প্রকল্প অবহিতকরণ  সভা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য -পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, সমাজসেবা অফিসার দেলাওয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব সভাপতি ছামিউল আযম মনির প্রমূখ বক্তব্য প্রদান করেন।

 

লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল এর সভাপতিত্বে শারমিন আরা লিনা এর সঞ্চালনায় প্রকল্প ২টির অবহিতকরণ সভায় প্রশ্নোত্তর পর্ব, পরামর্শ ও কাজের সফলতার প্রশংসা করা হয়। শ্যামনগর উপকূলীয় এলাকায় এর কার্য পরিধি বাড়ানো সহ নতুন বিভিন্ন প্রকল্প এলাকায় আনার দাবী করা হয়।