Image

মাছের চিকিৎসায় ডুমুরিযায় মৎস্য হাসপাতাল উদ্বোধন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: মৎস্যভান্ডার খ্যাত খুলনার ডুমুরিয়া উপজেলায় মাছের রোগ,মাটির গুনাগুন ও মাছের খাদ্য উপাদান পরিক্ষার জন্য এই প্রথম চালু করা হলো ফিস স্কয়ার মাছের হাসপাতাল। সম্পূর্ণ বিনা খরচে এখানে মাছ চাষীরা মাছের চিকিৎসা করাতে পারবেন। আর এই উদ্যোগটি গ্রহণ করেছেন সেবামূলক এ প্রতিষ্ঠানের উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাস। শুক্রবার বিকেলে উপজেলার রুদাঘরা বটতলা মোড়ে মাছ চাষীদের জন্য "ফিস স্কয়ার মৎস্য হাসপাতাল " উদ্বোধন করেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ শাহ আলম সরকার।

 

মৎস্য হাসপাতাল উদ্বোধন কালে  শাহ্ আলম সরকার বলেন "মানুষের অসুখ বিসুখে যেমন ডাক্তারের পরামর্শ ও সেবা নিতে হয় তেমনি মাছের অসুখ সারাতে বা যেকোনো সমস্যার পরামর্শ দিতে এ ধরনের হাসপাতাল স্থাপন এক ব্যতিক্রমী উদ্যোগ। স্থানীয় খামারীসহ সারা বাংলাদেশের মাছ চাষীরা বিনামূল্যে পরামর্শ পেয়ে অনেক উপকৃত হবেন"।

 

সেবামূলক এ প্রতিষ্ঠানের উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাসকে তিনি সাধুবাদ জানান। হাসপাতাল উদ্বোধনের পর তিনি ফিস স্কয়ার হ্যাচারী পরিদর্শন করেন। এরপর তিনি রুদাঘরা মৎস্য খামারী স্কুলে স্থানীয় মৎস্য চাষীদের সাথে মতবিনিময় করেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুব উন্নয়নের সিনিয়র প্রশিক্ষক মোঃ সুরাত আলী,ফিস স্কয়ারের মার্কেটিং ও সেলস অফিসার মোঃইয়াসিন বিশ্বাস,হযরত সরদার, মোঃশফিকুল ইসলাম গাজী, মোঃ বিল্লাল সরদার ,মোঃ আলাউদ্দিন বিশ্বাস এম এ গফফার সরদার, জি এম শহিদুল ইসলাম, মোঃ গফুর বিশ্বাস প্রমূখ।উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাস জানালেন , মাছের রোগ বালাই সহ মাছ চাষ বিষয়ক যেকোনো সমস্যা সমূহের সমাধান করতে সম্পূর্ণ বিনামূল্যে সেবা ও পরামর্শ প্রদান করা হবে।