Image

সৈয়দপুরে তারুণ্যের উৎসবে সেপাক টাকরো টুর্নামেন্ট অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সেপাক টাকরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ নভেম্বর)  বেলা সাড়ে ১১ টায় সৈয়দপুর মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও  উপজেলা ক্রীড়া সংস্থার  আয়োজনে টুর্নামেন্টে সহযোগিতায় করে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন।

 

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (উপসচিব) ক্রীড়া মোহাম্মদ আমিনুল এহসান।

 

এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ্।

 

সৈয়দপুর  উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক ও উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ক্রীড়া সংস্থার সদস্য মো. শফিকুল ইসলাম।

 

টুর্নামেন্টে দুটি গ্রুপে মোট চারটি সেপাক টোকরো দল অংশ নেয়। দলগুলো হচ্ছে, সৈয়দপুর রাইডার্স বনাম সৈয়দপুর কিংস্ এবং সৈয়দপুর চ্যালেঞ্জার বনাম সৈয়দপুর টাইগার। এতে সৈয়দপুর রাইডার্স ও সৈয়দপুর চ্যালেঞ্জার দল চ্যাম্পিয়ন এবং সৈয়দপুর কিংস্ ও সৈয়দপুর টাইগার দল রানার্স-আপ হয়। বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আব্দুস সালাম মন্ডল টুর্নামেন্টটি পরিচালনা করেন।

 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (উপসচিব) ক্রীড়া, মোহাম্মদ আমিনুল এহসান। 

 

সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আহসান উদ্দিন বাদলের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধনী ও ট্রফি বিতরণ অনুষ্ঠানে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক,  ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোক্তার সিদ্দিকী, মো. এহতেশামুল হক সানি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরআগে তারুণ্যের উৎসবে সেপাক টাকরো টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী স্টেডিয়াম চত্বর প্রদক্ষিণ করে। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।