সৈয়দপুরে বাস চাপায় ভ্যানচালক নিহত
- Nov 13 2025 17:21
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ঢাকাগামী তোহা ক্লাসিক নামে একটি বাসের ধাক্কায় এক রিক্সাভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর- রংপুর মহাসড়কের ওয়াপদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ভ্যান চালকের নাম আবুল হোসেন (৪৭)। তাঁর বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি এলাকায়।দুর্ঘটনার পরেই চালক ও হেলপার পালিয়ে যায়।
এসময় বিক্ষুব্ধ লোকজন ওই সড়কের ওপর বিক্ষোভ করতে থাকেন। ফলে সড়কের উভয় পাশে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুণরায় যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, ঘটনার দিন দুপুরে যাত্রী পরিবহনের জন্য ভ্যান নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন আবুল হোসেন। সন্ধ্যায় যাত্রী নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন তিনি। এ সময় ঢাকার উদ্দেশ্যে ডোমার থেকে ছেড়ে আসা তোহা ক্লাসিক ( নং-ঢাকা মেট্টো- ব-১৫-৮৩৭৫) ঘটনাস্থলে ওই ভ্যানকে ধাক্কা দিলে রিক্সাভ্যান থেকে ছিটকে পড়েন ভ্যান চালক আবুল হোসেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় পালিয়ে যায় ওই বাসের চালক ও হেলপার।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এদিকে রাতে সৈয়দপুর থানায় বাস মালিকের প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ ও নিহতের পরিবারের লোকজনকে জটলা করতে দেখা গেছে।
আরো সংবাদ
জলবায়ুর ন্যায়বিচার দাবিতে শ্যামনগরে গ্লোবাল অ্যাকশন ডে পালিত
- Nov 13 2025 17:21
শ্যামনগরের আটুলিয়ায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- Nov 13 2025 17:21
সৈয়দপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- Nov 13 2025 17:21
সৈয়দপুরে তারুণ্যের উৎসবে সেপাক টাকরো টুর্নামেন্ট অনুষ্ঠিত
- Nov 13 2025 17:21
মাছের চিকিৎসায় ডুমুরিযায় মৎস্য হাসপাতাল উদ্বোধন
- Nov 13 2025 17:21
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






