ভাওয়াইয়ার সুরে দুই বাংলার শ্রোতাদের মন জয় করছে অনামিকা
- Nov 14 2025 05:45
পার্থ নিয়োগী: শৈশবে স্কুলে পড়ার সময় রবীন্দ্র জয়ন্তীতে প্রথম তার গান গাওয়া। সেদিনের ছোট্ট মেয়ে অনামিকা বর্মনের গানে মুগ্ধ হয়ে তার স্কুলের প্রধান শিক্ষক অনামিকার মা, বাবা কে বলেন গান শেখানোর কথা। বাবা, মা তাদের মেয়েকে ভর্তি করে দিলেন গান শেখানোর জন্য। সেই মাত্র ১২ বছর বয়সে শুরু হল অনামিকার গান নিয়ে পথ চলা। পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চা শুরু করলেন সমানভাবে। বর্তমানে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভাওয়াইয়া শিক্ষা বিভাগের ছাত্রী সে। একইসাথে সে বর্তমানে একজন জনপ্রিয় ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী।
নাসিম উদ্দিন আহমেদের কাছে তার ভাওয়াইয়া গানের হাতেখড়ি। বর্তমানে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভাওয়াইয়া সঙ্গীত চর্চা বিভাগে নগেন শীল শর্মা, অঞ্জনা রায় ও মানবেন্দ্র নারায়ণের মত প্রসিদ্ধ ভাওয়াইয়া গানের শিক্ষকের কাছে অনামিকা ভাওয়াইয়া গানের তালিম নিচ্ছেন। আব্বাস উদ্দিন আহমেদ ও প্রতিমা বড়ুয়া পান্ডে তার আদর্শ। আর বর্তমানের ভাওয়াইয়া শিল্পীদের মধ্যে হিমাদ্রি দেউরি কে আদর্শ বলে মানে অনামিকা।
কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডাক আসে তার। অনামিকার কন্ঠের ভাওয়াইয়া গানের মূর্ছনায় ভাসে উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের শ্রোতারা। তবে শুধু পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল নয়।
বাংলাদেশেও অনামিকার ভাওয়াইয়া গানের প্রচুর মুগ্ধ শ্রোতা আছে। জারা বাংলাদেশ থেকে নিয়মিত ফেসবুকে অনামিকার ভাওয়াইয়া গান শোনে। অনামিকার গানের এমনই এক শ্রোতা হচ্ছে বাংলাদেশের রংপুরের নাসিমা ইয়াসমিন।
অনামিকার কণ্ঠের ভাওয়াইয়া গানে এক অদ্ভুত জাদু আছে বলে মনে করেন নাসিমা। আগামীতে বাংলাদেশের মাটিতে এসে ভাওয়াইয়া গান পরিবেশন করবে অনামিকা এই স্বপ্ন দেখেন নাসিমা। বাংলাদেশে তার এত গানের ভক্ত আছে শুনে আপ্লুত অনামিকা। তিনি বলেন এ আমার জীবনের বড় প্রাপ্তি।
দুই বাংলার মাঝের কাঁটাতার প্রসঙ্গে জানতে চাইলে অনামিকার বক্তব্য ‘ ওটাতো রাজনৈতিক কাঁটাতার। কিন্তু গানের কোন কাটা তার হয়না। তাই ভাওয়াইয়ার মাধ্যমে দুই বাংলা চিরকাল এক থাকবে বলে অনামিকার দৃঢ় বিশ্বাস।‘ মা,বাবা, ছোট বোনের প্রেরনায় তাই ভাওয়াইয়া নিয়ে ডুবে আছে সে। ভাওয়াইয়া গানের জন্য পেয়েছেন বিভিন্ন পুরষ্কার। এরমধ্যে অন্যতম হল আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসব , রাজ্য ভাওয়াইয়া উৎসব, ছাত্র যুব উৎসব, স্বারস্বত উৎসব পুরষ্কার প্রমুখ।
বর্তমানে অনামিকার জীবনে একটাই লক্ষ। তা হল নিজের পায়ে দাড়ান ও সেইসাথে ভাওয়াইয়া গান কে সাথে নিয়ে জীবনে এগিয়ে চলা। আপাদত এলক্ষেই ছুটছে ভাওয়াইয়া শিল্পী অনামিকা বর্মনের বিজয়রথ।
আরো সংবাদ
মাছের চিকিৎসায় ডুমুরিযায় মৎস্য হাসপাতাল উদ্বোধন
- Nov 14 2025 05:45
কালিগঞ্জের নলতায় জামায়াতে ইসলামীর নির্বাচনী মতবিনিময় সভা ও যুব সম্মেলন
- Nov 14 2025 05:45
সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলে হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী পালিত
- Nov 14 2025 05:45
ভাওয়াইয়ার সুরে দুই বাংলার শ্রোতাদের মন জয় করছে অনামিকা
- Nov 14 2025 05:45
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





