কালিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩
- Nov 16 2025 16:58
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে সায়মন ইসলাম তুর্য (১৬) নামে এক মেধাবী শিক্ষার্থীর।
ঘটনাটি ঘটেছে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর মুচিপাড়া এলাকায়।
নিহত সায়মন ইসলাম তুর্য ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের প্রয়াত পুলিশ সদস্য রবিউল ইসলাম রবির ছেলে। সে স্থানীয় মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মামার মোটরসাইকেল নিয়ে সায়মন ইসলাম তুর্য তার সহপাঠী পূর্ব নারায়ণপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে সিয়ামকে (১৬) সাথে নিয়ে রোববার সন্ধ্যায় ভাড়াশিমলা চৌরাস্তার দিকে যাচ্ছিল। তারা ওই সড়কের মুচিপাড়া এলাকায় পৌঁছালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তুর্য। এসময় তার সাথে থাকা সিয়াম ও অপর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তাৎক্ষণিকভাবে আহত দুইজনের পরিচয় জানা সম্ভব হয় নি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
জলবায়ুর ন্যায়বিচার দাবিতে শ্যামনগরে গ্লোবাল অ্যাকশন ডে পালিত
- Nov 16 2025 16:58
শ্যামনগরের আটুলিয়ায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- Nov 16 2025 16:58
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





