Image

শপথের মাধ্যমে দায়িত্ব নিলেন সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত নেতৃবৃন্দ শপথ নেয়ার মাধ্যমে সংগঠন পরিচালনায় দায়িত্ব গ্রহণ করেছেন। 

 

শনিবার (১৫ নভেম্বর) রাতে শহরের শহীদ ডা. শামসুল হক সড়কে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যম কর্মীসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে নেতৃবৃন্দের শপথ গ্রহণ করা হয়। 

 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. শাহীন আকতার শাহীন ও পৌর জামায়াতে ইসলামীর আমির শরফুদ্দিন খান। 

 

সংগঠনের নির্বাচিত সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. শফিকুল ইসলাম,  পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম (শুভ), নির্বাহী সদস্য আফরোজ আলম (বাবলু) ও মো. মেরাজ আলম প্রমুখ। 

 

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিসহ অন্যরা তাদের বক্তব্যে বলেন, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি শুধু একটি সংগঠন নয়,এটি হলো ঐক্যের প্রতিক। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে যেতে হবে। তারা বলেন, অন্যান্য সংগঠনও সৈয়দপুরে রয়েছে।

 

সংগঠনগুলো তাদের নিজস্ব গঠণতন্ত্রে পরিচালিত হচ্ছে। কিন্তু ব্যবসায়ীসহ সৈয়দপুরের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রয়োজনে একে অপরের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে কোন বিভেদ থাকলে আমরা পিছিয়ে পড়বো। আর বিভেদের সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ ফায়দা হাসিল করবে। তাই সে সুযোগ যাতে কেউ না পায় সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। বক্তারা বলেন, আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই। ব্যবসা ও শিক্ষার দিক থেকে সারাদেশে সৈয়দপুর উপজেলার যে সুনাম রয়েছে, তা বাড়াতে চাই। এজন্য সৈয়দপুরের স্বার্থে দলমতের উর্ধ্বে থেকে  সকলকে এক থাকতে হবে, বলেন বক্তারা',।

 

ব্যবসায়ী হাজী সালাহউদ্দিন, হাজী আহমেদ হোসেন, হাজী সেলিম, মো. খুরশিদ, মো. রেহানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানের আলোচনা শেষে আমন্ত্রিত অতিথি, সুধিজন ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. সাইফুল ইসলাম। 

 

শপথ গ্রহণের পরই নেতৃবৃন্দরা দুই বছরের জন্য সংগঠন পরিচালনায় তাদের দায়িত্ব গ্রহণ করেন।

 

উল্লেখ্য গত ৮ নভেম্বর সম্প্রীতির পরিবেশে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ওই নির্বাচনে নতুন নেতৃত্ব বেছে নেন সংগঠনের ভোটাররা। 

 

ওই নির্বাচনে নির্বাচিত হন সভাপতি পদে আব্দুর রাজ্জাক , সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন , দপ্তর সম্পাদক আতিক আনিস, প্রচার সম্পাদক শফিকুল আহমেদ শুভ , ক্রীড়া সম্পাদক গোলাম সামদানী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী হাসান। এছাড়া ১১টি কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন যথাক্রমে মো. জাহিদ হাসান, মেরাজ আলম, আফরোজ আলম বাবলু,  জুবায়ের, রিয়াজ আহমেদ, আরজু হোসেন, হাজী মো. শামিম খান, মো.নাসিম , ফাইয়াজ, ইরফান আহমেদ জনি ও মো. সুলতান । একই নির্বাচনে ১৪ টি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এরআগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সিনিয়র সহ সভাপতি পদে হাজী মো. সালাউদ্দিন ও হাজী মো. সেলিম, সহ-সভাপতি যথাক্রমে মো. এনামুল হক, হাজী আহমেদ হোসেন, মো. আরশাদ আমীর ও মো. খরশিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রেহান ও মো. শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মো. এনামুল হাসান ও মো. আফরোজ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলুল হক, অর্থ সম্পাদক পদে হাজী আজিম আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মো. সামসাদ আলম এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. আরিফ হোসেন (রাজু)।