Image

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের বদলিজনিত বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪ টায় রিপোর্টার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিপোর্টার্স সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি অনুজা মন্ডল বলেন, ‘‘কালিগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে আমি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। এ উপজেলার সাধারণ মানুষও বেশ ভাল। সে কারণে আমার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা অনেক সহজ হয়েছে। উপজেলাবাসীর কথা আমার চিরদিন স্মরণ থাকবে”। বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল নিজের এবং পরিবারের সদস্যদের জন্য সবার দোয়া ও আশির্বাদ কামনা করেন।

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সহ-সভাপতি সহকারী অধ্যাপক জেহের আলী, অর্থ সম্পাদক মো. শের আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনি, সদস্য শেখ শরিফুল ইসলাম, আবু বক্কর সিদ্দীক, তাজুল হাসান সাদ, মীম ইসলাম, শেখ ফারুক হোসেন, সাংবাদিক শেখ ইয়াসিন আলী, শেখ রাকিব হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে কেক কেটে রিপোর্টার্স ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক শেখ শরিফুল ইসলাম এর জন্মদিন উদযাপন করা হয়।