বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৈয়দপুরে দোয়া মাহফিল
- Nov 29 2025 17:56
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বিএনপিসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন। গতকাল শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বিএনপি এবং সন্ধ্যায় ছাত্রদল। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে ওই কর্মসূচি পালন করা হয়।
বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
অনুষ্ঠানে বেগম জিয়ার সুস্থতা কামনা করে আলোচনায় অংশ নিতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি। কান্নাজড়িত কন্ঠে আলোচকরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের রোষানলে পড়েন বেগম খালেদা জিয়া। সে সময় তাঁকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। ফলে তখন থেকেই তাঁর বিভিন্ন রোগ জটিল আকার ধারণ করে। তাঁরা বলেন, সেসব রোগে দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া শুধু বিএনপিরই নন,সারাদেশের জনপ্রিয় ব্যক্তিত্ব। তাঁর অসুস্থতায় দেশবাসীর মুখে হাসি নেই। তারা বলেন, বাংলাদেশে গনতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বেগম জিয়া হলেন অগ্রসৈনিক। তিনি কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি বলেন, দেশবাসীর কাছে তিনি আপোষহীন নেত্রী বলে পরিচিত। আমরা সেই জনপ্রিয় নেত্রীর রোগমুক্তি কামনা করে মহান আল্লাহতায়ালার কাছে দোয়া চাইছি। আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে তাঁকে ফিরিয়ে দেন। বক্তারা বিএনপিসহ অঙ্গদলের সকল নেতাকর্মীকে নেত্রীর সুস্থতা কামনায় ব্যক্তিগত উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলসহ নফল রোজা পালনের আহবান জানান।
বিএনপির আয়োজনে দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামাদল নেতা ক্বারী মাওলানা মাকসুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি যথাক্রমে এ্যাড. ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, কাজী একরামুল হক, হাজী আওরঙ্গজেব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সহ সাধারণ সম্পাদক হাফিজ খান, বিএনপি নেতা জোবায়দুই ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার,সাধারণ সম্পাদক শেখ বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, যুগ্ম আহবায়ক সুজাল হক সাজু, জাকির হোসেন মেনন, খালিদ হাবিব, আব্দুস সাত্তার বকুল, পৌর যুবদলের আহবায়ক সালাম রেজা, যুবদল নেতা জাহিদ ইকবাল, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন আরমান, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড টিটো চৌধুরী, জেলা তাঁতীদলের সদস্য সচিব জুয়েল বাবু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেন প্রমুখ।
এদিকে জেলা ছাত্রদলও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে। সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে ব্যক্তিগত উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরো সংবাদ
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৈয়দপুরে দোয়া মাহফিল
- Nov 29 2025 17:56
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের বদলিজনিত বিদায় সংবর্ধনা
- Nov 29 2025 17:56
ডুমুরিয়ার আধারমানিক বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা
- Nov 29 2025 17:56
লিভারের জন্য বিপজ্জনক যে ৫ খাবার
- Nov 29 2025 17:56
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





