সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- Dec 09 2025 11:23
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশে মতো গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে দিবসের কর্মসূচিতে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বেলুন- উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন, মানববন্ধন ও আলোচনা সভা।
উপজেলা পরিষদ মিলনায়তনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেসা প্রমুখ।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল প্রামানিক, উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সদস্য অধ্যক্ষ মোখলেছুর রহমান, অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন করা হয়। এরপর সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আরো সংবাদ
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- Dec 09 2025 11:23
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বর্ণিল পিঠা উৎসব
- Dec 09 2025 11:23
সৈয়দপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা প্রদান
- Dec 09 2025 11:23
শ্যামনগরে চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- Dec 09 2025 11:23
সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- Dec 09 2025 11:23
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





