Image

ক্রিকেট থেকে অবসর নিলেন ইরফান পাঠান

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। শনিবার সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন তিনি।

আট বছর আগে ২০১২ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে শেষবার জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন ইরফান। এরপর দীর্ঘ আট বছর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি তাকে। ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় হ্যাটট্রিকধারী বোলার ইরফান।

ভারতের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন ৩৫ বছর বয়সী ইরফান। নিয়েছেন ৩০১ উইকেট।

মানবকণ্ঠ/আরবি