
‘নাইটহুড’ উপাধিতে ভূষিত স্ট্রাউস-বয়কট
- Jan 16 2020 17:38
লন্ডনের বাকিংহাম প্যালেসে সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত করেছেন ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়ামস। তার সঙ্গে আরেক ইংলিশ ক্রিকেটার দলটির সাবেক অধিনায়ক জিউফ্রে বয়কটকেও একই সম্মানে ভূষিত করা হয়েছে।
এ নিয়ে ১৪ জন ক্রিকেটার সম্মানীয় নাইটহুড উপাধি পেলেন। এর আগে, সবশেষ ক্রিকেটার হিসেবে ২০১৯ সালের জানুয়ারিতে নাইটহুড উপাধি পেয়েছিলেন অ্যালিস্টার কুক।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে স্ট্রাউস এবং বয়কটের নাম প্রস্তাব করেছিলেন। ২০০৪ থেকে ২০১২ সাল এই ৮ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের জার্সিতে ১০০ টেস্ট খেলেছেন স্ট্রাউস। টেস্টে ৪০.৯১ গড়ে তার রান ৭ হাজারের বেশি। তার নেতৃত্বে দুটি অ্যাশেজ সিরিজ জেতার স্বাদ পায় ইংল্যান্ড।
এছাড়া ১২৭টি ওয়ানডে ম্যাচে তার সংগ্রহ ৬টি সেঞ্চুরিসহ ৪ হাজার ২০৫ রান, গড় ৩৫.৬৩। আর ৪টি টি-টোয়েন্টি খেলে তার সংগ্রহ ৭৩ রান। পেশাদার ক্রিকেট থেকে অবসর নেয়ার প্রায় তিন বছরের মধ্যে ইংল্যান্ডের ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিতে পরিণত হন স্ট্রাউস।
দেশটির ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব সামলানোর পাশাপাশি গত বছরের জুলাইয়ে ঘরের মাঠে নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের পেছনেও তার ভূমিকা ছিল।
গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয় স্ট্রাউসকে।
মানবকণ্ঠ/এআইএস
আরো সংবাদ
নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের সারহুল পার্বণ অনুষ্ঠিত
- Jan 16 2020 17:38
ভারত থেকে ফেরত পাঠানো ৭৮ বাংলাদেশির শরীরে আঘাতের চিহ্ন
- Jan 16 2020 17:38
সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবলের আজ দুইটি খেলা অনুষ্ঠিত
- Jan 16 2020 17:38
কালিগঞ্জে গ্যাস ট্যাবলেট সেবন করে যুবকের আত্মহত্যা
- Jan 16 2020 17:38
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July