Image

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার স্টোকস

বিশ্বকাপ শিরোপাসহ তিন ফরম্যাট মিলিয়ে ক্রিকেটে ২০১৯ সালে নিঃসন্দেহে জীবনের অন্যতম সেরা বছরটি কাটিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তার অপরাজিত ৮৪ রানের ইনিংসের উপর ভর করেই প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের খেতাব অর্জন করে ইংল্যান্ড।

এছাড়াও অ্যাশেজে হেডিংলি স্টেডিয়ামে ১৩৫ রান করে থ্রি লায়ন্সদের অসাধারণ এক জয় দেন তিনি। এরই পুরস্কার স্বরূপ স্টোকসকে ২০১৯ সালের স্যার গ্যারফিল্ড সোবার্স বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

গতবছর ওয়ানডেতে ২০ ম্যাচে ব্যাট হাতে ৭১৯ রানের পাশাপাশি বল হাতে ১২ উইকেট শিকার করেছেন স্টোকস। এছাড়া টেস্ট ক্রিকেটে ১১ ম্যাচে ৮২১ রান ও বল হাতে ২২টি উইকেট উইকেট তুলে নিয়েছেন তিনি।

২০১৯ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্টোকস বলেন, ‘এই পুরস্কারটা আমি উৎসর্গ করতে চাই আমার সতীর্থ খেলোয়াড় ও টিম স্টাফদের। তারা সবসময় আমার পাশেই ছিল। তাদের সাহায্য, সমর্থন ছাড়া আমরা কখনোই বড় ট্রফি জিততে পারতাম না। গত ১২ মাস আমার ক্যারিয়ারের সেরা সময় ছিল। আমি বিশ্বাস করি সামনের দিনগুলোতেও এমন সাফল্য অর্জন করতে পারব।’

স্টোকস ছাড়াও অন্যান্য বিভাগে ২০১৯ সালের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে আইসিসি। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা।

টেস্ট ক্রিকেটে দুর্দান্ত এক বছর কাটানো অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানেকে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে ঘোষিত করা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ভারতীয় বোলার দ্বীপক চাহারের ৭ রান দিয়ে ৬ উইকেট নেয়ার স্পেলটি বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরমেন্সের মর্যাদা পেয়েছে।

ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে স্টিভেন স্মিথের উদ্দেশ্যে দর্শকদের দুয়ো থামিয়ে দেয়ার ঘটনায় স্প্রিট অব ক্রিকেটের পুরস্কার পেয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বর্ষসেরা সহযোগী সদস্য ক্রিকেটার হয়েছেন স্কটল্যান্ডের কাইল কোয়েৎজার এবং বর্ষসেরা আম্পায়ার হিসেবে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ।

এছাড়াও ২০১৯ সালের সেরা ওয়ানডে ও টেস্ট একাদশ ঘোষণা করেছে। দুই দলের একটিতেও জায়গা মেলেনি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। দুই ফরম্যাটেরই অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে ভারতের বিরাট কোহলিকে।

মানবকণ্ঠ/এআইএস