নিউজিল্যান্ডকে বিদায় করে ফাইনালে ভারত
- Nov 15 2023 18:55
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের চলমান ১৩তম আসরের শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে ভারত। গ্রুপপর্বে অপরাজিত থেকে ৯ ম্যাচে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনালে ওঠে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।
বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে যায় কোহলিরা।
এদিন আগে ব্যাট করে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড গড়ে ভারত। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নকআউট ম্যাচে ৩৯৩ রান করেছিল নিউজিল্যান্ড। আজ তাদের বিপক্ষেই ভারত করল নতুন রেকর্ড।
টার্গেট তাড়া করতে নেমে ৩৯ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেল। তৃতীয় উইকেটে ১৪৯ বলে ১৮১ রানের জুটি গড়েন তারা। তাদের অনবদ্য জুটিতে জয়ের স্বপ্ন দেখেছিল নিউজিল্যান্ড। কিন্তু সেঞ্চুরির পথে থাকা উইলিয়ামসন বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।
২২০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে উইলিয়ামসন আউট হওয়ার পর বালির বাধের মতো ভেঙে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। দলের হয়ে ১১৯ বলে ৯টি চার আর ৭টি ছক্কায় ১৩৪ রান করেন মিচেল। ৭৩ বলে ৮টি চার আর এক ছক্কায় ৬৯ রান করেন অধিনায়ক কেন উইলয়ামসন।
এছাড়া ৩৩ বলে ৪১ রান করেন গ্লেন ফিলিপস। বাকি ব্যাটসম্যানরা দায়িত্বশীল ব্যাটিং করতে না পারায় ৪৮.৫ ওভারে ৩২৭ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে পেসার মোহাম্মদ শামি ৯.৫ ওভারে ৫৭ রানে ৭ উইকেট শিকার করেন।
বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড গড়ে ভারত।
বিরাট কোহলি ১১৩ বলে ৯টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১৭ রান করেন। ওয়ানেডে ক্রিকেটের ইতিহাসে এদিন রেকর্ড ৫০তম সেঞ্চুরি হাঁকান তিনি। এতদিন ৪৯টি সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার।
কোহলির সেঞ্চুরির দিনে বিধ্বংসী ব্যাটিংয়ে ৬৭ বলে তিনটি চার আর ৮টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়াস আইয়ার। তিনি ৭০ বলে ৪টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০৫ রান করে ফেরেন।
কোহলির ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরির দিনে দারুণ ব্যাটিং করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। শভমান ৬৬ বলের ৮টি চার আর তিনটি ছক্কায় ৮০* রানের অনবদ্য ইনিংস খেলেন। অধিনায়ক রোহিত শর্মা ২৯ বলের ৪৭ রানের ইনিংস খেলেন। এছাড়া ২০ বলে ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেন লোকেশ রাহুলও।
আরো সংবাদ
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৈয়দপুরে দোয়া মাহফিল
- Nov 15 2023 18:55
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের বদলিজনিত বিদায় সংবর্ধনা
- Nov 15 2023 18:55
ডুমুরিয়ার আধারমানিক বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা
- Nov 15 2023 18:55
লিভারের জন্য বিপজ্জনক যে ৫ খাবার
- Nov 15 2023 18:55
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






