Image

শ্যামনগরে হামদর্দ হেলথ কেয়ার সেন্টার উদ্বোধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে হামদর্দ হেলথ কেয়ার সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে। ২৭ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ টায় শ্যামনগর সদরের নকিপুর বাজারের বাবলাতলা মোড়ের নিকটস্থ রহিম কমার্শিয়াল কমপ্লেক্সে হামদর্দ হেলথ কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান-হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ সদস্য-সাবেক সচিব ড. মোহাম্মদ আব্দুল মজিদ। হামদর্দ সহকারী পরিচালক (মার্কেটিং) আবুল হাসনাত ভূঁইয়া এর সভাপতিত্বে রিজিওনাল ম্যানেজার (ভারপ্রাপ্ত) শওকত হায়াত খাঁন এর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সেলস্ ম্যানেজার আব্দুস সালাম।

প্রধান অতিথি সাবেক সচিব ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, হামদর্দ চিকিৎসা সেবার পাশাপাশি আত্মমানবতার সেবায় বিশেষ ভূমিকা রাখছে। এর সফলতা অক্ষুণ্ণ রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

বিশেষ অতিথি শ্যামনগর থানা অফিসার ইনচার্জ খালেদুর রহমান,শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রিয়াসাদ আজিম, লাইফ কেয়ার হাসপাতালের ডা. এস, এম মনিরুজ্জামান, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুস সামাদ, রাজবাড়ী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস. এম. মোস্তফা কামাল, কৃষিবিদ জি. এম শামসুর রহমান, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাবেক উপজেলা সভাপতি আবু কাওছার সহ ব্যাংক কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।