Image

রোববার ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে উঠল ভারত-অস্ট্রেলিয়া। আগামী রোববার দুপুর আড়াইটায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে। ফাইনালের মধ্য দিয়ে দেড় মাসব্যাপী চলা আসরের পর্দা নামবে।

 বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে ফাইনালের টিকিট নিশ্চিত করে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ১৩ আসরের ইতিহাসে অষ্টমবারের মতো ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। অতীতে সাতবার ফাইনালে খেলে রেকর্ড পাঁচবার শিরোপা জিতে নেয় অসিরা।

গত বুধবার চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে বিদায় করে ফাইনালে উঠে যায় ভারত।

অতীতে তিনবার ফাইনালে খেলে ১৯৮৩ ও ২০১১ সালে শিরোপা জিতে নেয় কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। এবার রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের দুয়ারে ভারত।