Image

‘গ্যাংস্টারে’ নায়িকা পপি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও গ্লামারাস নায়িকা পপি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘গ্যাংস্টার’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

পরিচালক সূত্রে জানা যায়, এ ছবিতে পপির বিপরীতে অভিনয় করবেন দেব অথবা আনিসুর রহমান মিলন।

এ প্রসঙ্গে চিত্রপরিচালক শাহীন সুমন জানান, ‘গ্যাংস্টার’ ছবিতে এখন পর্যন্ত বেশ কয়েকজন চিত্রতারকাকে চুক্তিবদ্ধ করা হয়েছে। তাদের মধ্যে আছেন চিত্রনায়িকা পপি, শান্ত খান ও কলকাতার ঋত্বিকা সেন।

ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন শাহীন সুমন নিজে।

এ ব্যাপারে পপি বলেন, ছবিটির কাহিনী, সংলাপ শুনে ভালো লেগেছে। আমার বিশ্বাস এই ছবিটি দর্শকের ভালো লাগবে।

অ্যাকশন, থ্রিলার স্বাদের ছবি হবে ‘গ্যাংস্টার’। ফেব্রুয়ারির শুরুতেই শুটিং শুরু হবে। শুটিং হবে দেশ ও দেশের বাইরে।

মানবকণ্ঠ/জেএস