
অস্কারে ১১ টি মনোনয়ন নিয়ে শীর্ষে জোকার
- Jan 13 2020 23:28
অস্কার ২০২০-র নমিনেশনে জয়জয়কার ওকুয়েন ফিনিক্সের 'জোকার'-এর। সোমবার সন্ধ্যায় ঘোষিত তালিকা বলছে, সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা সহ মোট ১১টি বিভাগে নমিনেশন ছিনিয়ে নিয়েছে ছবিটি।
পাশাপাশি, ইতিহাস রচনা করল দক্ষিণ কোরিয়ার ছবি 'প্যারাসাইট'। প্রথম দক্ষিণ কোরিয়ান ছবি হিসেবে অস্কারের দৌড়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল এই ছবি।
তাহলে মনোনয়ন তালিকায় কার দৌড় কতদূর?
১১ টি মনোনয়ন নিয়ে শীর্ষে জোকার। ওয়ানস আপন এ টাইম ইন হলিউড, দ্য আইরিশম্যান এবং ১৯১৭ পেয়েছে মাথাপিছু ১০টি নমিনেশন। ম্যারেজ স্টোরি, লিটল উইমেন, জোজো রাবিট এবং প্যারাসাইট পেয়েছে ৬টি করে নমিনেশন। অভিনেতাদের তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আল প্যাচিনো, টম হ্যাঙ্কস, অ্যান্টনি হপকিন্স, জো পেসি আর ব্র্যাড পিটের মধ্যে। লস অ্যাঞ্জেলেসে সোমবার এই তালিকা ঘোষণা করেন অভিনেতা জন চো এবং ইসা রায়।
একনজরে সেরার তালিকা
সেরা ছবি
ফোর্ড ভার্সেস ফেরারি, দ্য আইরিশম্যান, জোজো ব়্যাবিট, জোকার, লিটল উইমেন, ম্যারেজ স্টোরি, ১৯১৭, ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড, প্যারাসাইট।
সেরা পরিচালক
মার্টিন স্কোরসেসে (দ্য আইরিশম্যান), টড ফিলিপস (জোকার), স্যাম মেন্ডিস (১৯১৭), কুয়েন্টিন ট্যারেন্টিনো (ওয়ান্স আপঅন এ টাইম ইন হলিউড), বন জুন হো (প্যারাসাইট)।
সেরা অভিনেত্রী
সিন্থিয়া এরিভো(হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সোইর্স রোনান (লিটল উইমেন), শার্লিজ থেরন (বম্বশেল), রেনে জেলওয়েগার( জুডি)।
সেরা অভিনেতা
অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), লিওনার্দো ডি ক্যাপ্রিও( ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), ওকুয়েন ফিনিক্স (জোকার), জোনাথান প্রাইস (দ্য টু পোপস)।
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র
করপাস ক্রিস্টি, হানিল্যান্ড, পেইন অ্যান্ড গ্লোরি, প্যারাসাইট, লা মিজারেবলস।
১০ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে ৯২তম অ্যাকাডেমি পুরস্কারের আসর। আর মাত্র ২৭ দিন।
মানবকণ্ঠ/টিএইচডি
আরো সংবাদ
নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের সারহুল পার্বণ অনুষ্ঠিত
- Jan 13 2020 23:28
ভারত থেকে ফেরত পাঠানো ৭৮ বাংলাদেশির শরীরে আঘাতের চিহ্ন
- Jan 13 2020 23:28
সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবলের আজ দুইটি খেলা অনুষ্ঠিত
- Jan 13 2020 23:28
কালিগঞ্জে গ্যাস ট্যাবলেট সেবন করে যুবকের আত্মহত্যা
- Jan 13 2020 23:28
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July