Image

বলিউডে আর কাজ করবেন না নয়নতারা!

অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী রমরমিয়ে চলছে শাহরুখ খানের সিনেমা ‘জাওয়ান’। এ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে দক্ষিণি সুপারস্টার নয়নতারার। কিন্তু গুঞ্জন উঠেছে বলিউডে আর কাজ করবেন না ‘জাওয়ান’নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যমেরে এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নায়িকার ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ছবি রিলিজের পর থেকেই ‘মুড অফ’ নয়নতারার। নতুন কোনও ছবির চিত্রনাট্য নিয়ে আপতত ভাবছেন না দক্ষিণী সুন্দরী। ‘জাওয়ান’ পরিচালক অ্যাটলির উপর নাকি মনঃক্ষুণ্ন অভিনেত্রী।

ওই ঘনিষ্ঠ সূত্র আরও জানায়, অ্যাটলির উপর নয়নতারা বেজায় মনঃক্ষুণ্ন কারণ ফাইনাল এডিটে ওর বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে। দীপিকা পাড়ুকোনের চরিত্রে বাড়ানো হয়েছে, অন্যদিকে নয়নতারাকে সাইডলাইন করা হয়েছে।

এরপর সূত্র জানায়, সেই কারণেই হয়ত আগামিতে বলিউড প্রোজেক্টে নয়নতারাকে দেখা নাও যেতে পারে, অন্তত খুব শিগগির তো নয়ই। দক্ষিণের লিডিং হিরোইন নয়নতারা, এমন আচরণ মোটেই পছন্দ হয়নি তার।

‘জাওয়ান’ নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। এ ছবিতে শাহরুখ-নয়নতারা-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।