Image

ডুমুরিয়ার রঘুনাথপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে খুলনা সায়েন্স ফুটবল একাদশের জয়

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুিয়ার রঘুনাথপুরে ৮ দলীয় ফুটবল  টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খুলনা সায়েন্স ফুটবল একাদশ ৪-৩ গোলে কৃষ্ণনগর ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। রোববার বিকালে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর তরুণ সংঘ ফুটবল একাদশ আয়োজিত কেআরডি ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন বিএনপি নেতা আব্দুর রব আকুঞ্জী।

বিশেষ অতিথি ছিলেন রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: শাহজাহান, মো:সোহাগ ফকির। খেলা উদ্ভোধন করেন জিয়া স্মৃতি সংসদ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মিল্টন।তানজির মোড়লের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অসীম মন্ডল, তারক চন্দ্র মন্ডল, মকবুল হোসেন মন্টু, আবু বক্কার গাজী,শরফুল ইসলাম আকুঞ্জী, আব্দুল হাই জোয়ার্দার, রবিউল ইসলাম জোয়ার্দার, আব্দুল মালেক সরদার, লিটন বিশ্বাস, আব্দুর রহিম মোল্লা,বুলবুল সরদার, রোস্তম ফারাজি প্রমুখ।