Image

কালিগঞ্জের নলতায় কোকো স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত

এসএম আরিজুল ইসলাম, নলতা থেকে: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে "খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল" স্লোগানে কোকো স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪ টায় কালিগঞ্জ তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের পক্ষ থেকে এ ফুটবল খেলার আয়োজন করা হয়।

 

কৃষকদলের আহবায়ক আশরাফুল ইসলাম ওসমানের দল এবং সদস্য সচিব হাবিকুল ইসলামের দলের মধ্যে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় শে হয়। পরবর্তীতে টাইব্রেকারে হাবিকুল ইসলামের দল ৩-২ গোলের ব্যবধানে বিজয়ী হয়। খেলা পরিচালনা  করেন ডাঃ নাসিম এবং সহকারী হিসেবে ছিলেন শিক্ষক মোঃ রবিউল ইসলাম ও হযরত আলী।

 

খেলা শেষে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো: আইয়ুব হোসেন মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। 

 

এ সময় আশাশুনি উপজেলা জাসাস'র আহবায়ক আসাদ, দরগাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বাবু, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য গাজী মোকলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।