
কোভিডের নতুন প্রজাতি আরো ভয়াবহ!
- Aug 11 2023 14:23
অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের এবার নতুন প্রজাতির আত্মপ্রকাশ ঘটেছে। নাম EG.5 প্রজাতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একাধিক করোনাভাইরাসের প্রজাতি নিয়ে ইতিমধ্যেই অনুসন্ধান করেছে। এবার ওই প্রজাতির ভাইরাস মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে ছড়িয়েছে বলে খবর প্রকাশত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আদহানম ঘেবরেসাস একথা জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, এটা আরো ভয়াবহ প্রজাতি। এর ঝুঁকি আরো বেশি। এর জেরে রোগের প্রকোপ আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে মৃ্ত্যুর সংখ্য়া ক্রমশ বাড়তে পারে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঝুঁকি সংক্রান্ত একটি রিপোর্টও প্রকাশ করেছে।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-সম্পর্কিত ব্যাপারে একটা নতুন সুপারিশ বের করেছে। সেখানে দেশগুলোকে বলা হচ্ছে, যাতে তারা কোভিড-সম্পর্কিত তথ্য দ্রুত জমা দেয়। ওই তথ্যের ওপর যাতে তারা নজরদারি করতে পারে। মূলত এই কোভিডের ক্ষেত্রে মৃত্যুহার কেমন সেটাও দেখার কথা বলা হয়েছে। পাশাপাশি ভ্যাকসিন-সংক্রান্ত ব্যাপারেও কোথাও কোনো ঘাটতি রয়েছে কি না সেটা দেখতে বলা হয়েছে।
কোভিড নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি আগের তুলনায় অনেকটাই কমেছে। এখন রাস্তাঘাটে আর সেভাবে কোভিড প্রটোকল মানার প্রবণতা নেই। কোভিডে আক্রান্ত হওয়ার সংখ্যা ক্রমশ কমেছে। তার সাথেই কোভিড নিয়ে উদ্বেগও কমেছে ক্রমশ। তবে এবার হুয়ের নতুন নির্দেশিকা অনুসারে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আদহানম ঘেবরেসাস জানিয়েছেন, এটা আরো ভয়াবহ প্রজাতি। এর ঝুঁকি আরো বেশি। এর জেরে রোগের প্রকোপ আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে মৃ্ত্যুর সংখ্যা ক্রমশ বাড়তে পারে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
শ্যামনগরে মৎস্য ঘের দখলের পাঁয়তারা
- Aug 11 2023 14:23
শ্যামনগরে জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- Aug 11 2023 14:23
১৮দিন কিশোরীকে আটক রেখে ধর্ষণ, সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার
- Aug 11 2023 14:23
কালিগঞ্জের নলতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অফিস উদ্বোধন ও গণ ইফতার
- Aug 11 2023 14:23
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July