
রামপালে পুলিশের অভিযানে আরও ১ গরু চোর আটক
- Nov 25 2023 15:10
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল থানা পুলিশের অভিযানে আরও এক গরু চোর আটক হয়েছে। এ নিয়ে আন্তঃজেলা গরুচোর সিন্ডিকেটের সর্বমোট ৪ সদস্যকে আটক করা হলো।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মালিডাঙ্গা গ্রামে শেখ ওয়াজেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে সন্দিগ্ধ আসামী শেখ এনামুল (২৬) কে আটক করে। শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় আসামী এনামুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় রামপাল খেওয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সদরের কাদের খার ছেলে মো. কবির খান (৫০), ঝনঝনিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে জাহিদ সেখ (৪২) ও ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে মো. জামাল শেখ (৩২) কে ৪ টি গরুসহ আটক করে। এরা দীর্ঘ দিন ধরে আন্তঃজেলা গরু ছাগল চোরা কারবারি করে আসছিল বলে জানা গেছে।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, ১৫/২০ দিন ধরে কবির কসাই ও তার সিন্ডিকেটের কয়েকজন সদস্য দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে রামপাল নিয়ে আসছিল। আমাদের একটি টিম ওই চোর সদস্যদের উপর নজর রাখছিল। এরপর গত সোমবার বিকালে খবর পাওয়া যায় কবির কয়েকটি গরু নিয়ে খেয়াঘাটের পাশে তার বাসায় এনে রাখেছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই রিফাজ উদ্দিন, এসআই চিন্ময় মন্ডলসহ একটি বিশেষ টিম প্রথমে খেয়াঘাটের কবিরের বাসায় অভিযান চালিয়ে ২ টি গরুসহ কবির কসাই ও জাহিদকে আটক করে। তাদের তথ্য মতে ভাগায় অভিযান চালিয়ে জামালকে আরও ২ টি গরুসহ আটক করা হয়। তিনি জানান, এদের সাথে যারা জড়িত আছে তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। গরু চোরদের রামপাল থানা এলাকা থেকে উৎখাত করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরো সংবাদ
কালিগঞ্জের কৃষ্ণনগরে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- Nov 25 2023 15:10
ডুমুরিয়ায় মাদারতলায় বিএনপির আঞ্চলিক অফিস উদ্বোধন
- Nov 25 2023 15:10
ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- Nov 25 2023 15:10
শ্যামনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান
- Nov 25 2023 15:10
সর্বশেষ
Weather

21 °C
Mostly Cloudy
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July