Image

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ হোটেল মালিকের ২৫ হাজার টাকা জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: মানবদেহের জন্য ক্ষতিকর রং, কেমিক্যাল ব্যবহারসহ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিক্রি করার অভিযোগে সৈয়দপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে চার হোটেল মালিকের ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন হোটেলে ওই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক আজহারুল ইসলাম। 
আভিযানিক দলের সুত্র জানায়, শহরের উপকন্ঠ বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ক্ষতিকর রং ব্যবহার করায় ওই হোটেল মালিকের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।  এরআগে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহরের পাঁচমাথা সড়কের সামিদুল হোটেল, শাহী হোটেল এবং সিরাজ মিস্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়।  এসময় ওইসব প্রতিষ্ঠানে কাপড়ের রং ব্যবহার করে মিস্টি তৈরি,  মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে খাদ্য উৎপাদন এবং নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও খোলামেলাভাবে খাবার রাখার দায়ে ভোক্তা আইনের বিভিন্ন ধারায় ওইসব প্রতিষ্ঠানের ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এদের মধ্যে সামিদুল হোটেলের তিন হাজার, শাহী হোটেলের তিন হাজার ও সিরাজ মিস্টি দোকানের চার হাজার টাকা অর্থদণ্ড করেন দলটি। অভিযান চলাকালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মো. বোরহান উদ্দিন, প্রতিষ্ঠানটির নীলফামারী কার্যালয়ের সহকারি পরিচালক মো.  শামসুল আলম, সৈয়দপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আলতাফ হোসেন সরকার ও থানা পুলিশ সদস্যরা। এদিকে শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলাকালে শহরের বিভিন্ন খাদ্য তৈরি এবং বিক্রি করা প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মচারিরা তাদের প্রতিষ্ঠান পরিস্কার করতে ব্যস্ত হয়ে পড়ে। ল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী কার্যালয়ের সহকারি  পরিচালক মো.শামসুল আলম বলেন, অভিযান চলাকালে ভবিষ্যতে যাতে এমন অনিয়ম না হয় সেজন্য সকলকে সতর্ক করা হয়েছে। তিনি বলেন ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে ।