Image

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ন্যাশনাল ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে পেরিফেরির জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার (২১মার্চ) বেলা ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজাহার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজাহার আলী জানান, নাজিমগঞ্জ বাজারে যমুনা ক্লিনিকের পাশে পেরিফেরির জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থায়ী দোকান ঘর নির্মাণ করেছিলেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের রাজেক মৃধা।
 
 অবৈধ দখলদারকে বিভিন্ন সময় নোটিশ করা সত্ত্বেও তিনি তার দোকান ঘরটি পুনর্নির্মাণের চেষ্টা চালাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
 
এ সময়ে উপজেলা প্রশাসন, আনসার সদস্য, পানি উন্নয়ন বোর্ড এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ কাজে সহযোগিতা করেন।# 
 
ছবির ক্যাপশন: সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।