Image

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে দুই কোটি টাকা মুল্যের চারটি সোনার বারসহ আটক ১

সাতক্ষীরা  প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে চারটি সোনার বিস্কুটসহ ইয়াকুব আলী (৫৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

তিনি কলারোযা উপজেলার রাজাপুর গ্রামের সাদেক আলী সরদারের ছেলে।

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান,

ভারতে সোনা পাচার করা হবে,এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি মাদ্রা বিওপির একটি দল সোমবার সকালে ভাদিয়ালী সীমান্তে অবস্থান নেয়।এসময় সীমান্তের দিকে হাটতে থাকা ইয়াকুব আলীকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমরে গামছার মধ্যে পেঁচানো অবস্থায় চারটি সোনার বিস্কুট পাওয়া যায়্  

জব্দকৃত সোনার ওজন ১ কেজি ৮শ’ গ্রাম। যার বাজারমুল্য আনুমানিক দুই কোটি টাকা।

আটক ইয়াকুব আলীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত সোনা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান অধিনায়ক।